Entertainment & Discussions > Story, Article & Poetry
হিটলার এবং লাদেনের মৃত্যু ঘোষণা করার দিন একই তারিখে
(1/1)
maruppharm:
হিটলার এবং লাদেনের মৃত্যু ঘোষণা করার দিন একই তারিখে। তারিখটি ১ মে।* আমরা সাধারণত মেসেজ, বা চ্যাটিং এর সময় ইংরেজি you কে ছোট করে U লিখি। এটি সর্বজন স্বীকৃতি হয়েছে যখন প্রথম সেক্সপিয়ার তার বইতে you এর পরিবর্তে U ব্যবহার শুরু করে।
* ১৮৯৮ সালে, টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ১৪ বছর আগে মর্গান রবার্টসন একটি বই লিখেছিলেন টাইটানিক জাহাজ সম্পর্কে। বইটির নাম ছিলো টাইটান।ওই বইতে তিনি লিখেছিলেন “টাইটানিক জাহাজ একটি বরফের টুকরার সাথে ধাক্কা লেগে ডুবে যাবে।” আর শেষ পর্যন্ত সেটাই হল।
* ভালোবাসা আসলে মানুষের হৃদয় থেকে অনূভুত হয় না, হয় মানুষের ব্রেইন থেকে।
* ডায়েট কোকাকোলা পানির ভিতরে ঢাললে পানির উপরে ভেসে থাকবে। কিন্ত সাধারণ যে কোকাকোলা আছে তা পানিতে ঢাললে তা সাথে সাথে মিশে যাবে।
* মধু ই একমাত্র খাদ্য যা কখনোই পচে যায় না।
Navigation
[0] Message Index
Go to full version