ঝটপট চুলের যত্ন-১

Author Topic: ঝটপট চুলের যত্ন-১  (Read 1469 times)

Offline chhanda

  • Sr. Member
  • ****
  • Posts: 298
    • View Profile
ঝটপট চুলের যত্ন-১
« on: December 07, 2013, 04:52:01 PM »
চুলের কিছু সমস্যা এবং এর প্রাকৃতিক সমাধান

খুশকি:

    চুলে খুশকি হলে ১০/১২টি গোল মরিচ মিহি করে বেঁটে নিন। এরপর দুধের সাথে মিশিয়ে চুল বিলি কেটে কেটে মাথার চামড়ায় ঘষে ঘষে লাগান। আধা ঘন্টা পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দু’দিন ব্যবহার করুন।
    সমপরিমান গুড় ও পাকা তেতুঁল দিয়ে মিশ্রণ তৈরী করে মাথার ত্বকে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুবার ব্যবহার করুন।

চুলপরা:

    এক কাপ দুধে ৪টি শুকনো আমলকি কয়েকঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর একমুঠো কচি ঘাস ও সমান পরিমাণে মেহেদী বেঁটে নিয়ে ঐ দুধের সাথে মিশিয়ে মিশ্রণ তৈরী করুন। এই মিশ্রণ চুলের গোড়ায় লাগান। আধাঘন্টা পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন।
    আপনার ব্যবহার্য তেলে ২ টুকরা কর্পূর ফেলে রাখুন।