Health Tips > Food
Chocolate Shake
(1/1)
Saqueeb:
উপকরণ: ডার্ক চকলেট ছোট চারকোনা ১টা, ২ চামচ মালটোভা, কফি সিকি চা-চামচ, চিনি ২ চা-চামচ, চকলেট আইসক্রিম ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, বরফ কিউব আধা গ্লাস।
প্রণালি: সব কটি উপকরণ একত্র করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার লম্বা গ্লাসে ব্লেন্ড করা নির্যাস ঢেলে দিন। ওপরে একটা চকলেট আইসক্রিমের কিউব দিন। পাশে লম্বা চামচ আর স্ট্র দিয়ে পরিবেশন করুন।
Navigation
[0] Message Index
Go to full version