Health Tips > Food
Nobabi Zafrani Shorbot
(1/1)
Saqueeb:
উপকরণ: তরল দুধ ১০০ গ্রাম, আইসক্রিম ভ্যানিলা ১ স্কুপ, কাঠবাদাম ৫০ গ্রাম, পেস্তাবাদাম ৫০ গ্রাম, জাফরান সামান্য, কেওরাজল ২ চা-চামচ, সুইটবল পরিমাণমতো, স্ট্রবেরি সিরাপ পরিমাণমতো, বাদামের গুঁড়া ৫০ গ্রাম।
প্রণালি: ব্লেন্ডারের ভেতরে তরল দুধের সঙ্গে সুইটবল ও বাদামের গুঁড়া বাদে বাকি সব দিয়ে ব্লেন্ড করে নিন। এরপর গ্লাসে ঢেলে সুইটবল ও বাদামের গুঁড়া ওপরে দিয়ে পরিবেশন করুন।
monirulenam:
Good post
Navigation
[0] Message Index
Go to full version