Faculty of Humanities and Social Science > Law

সবহারা সাহারা

(1/3) > >>

abduarif:
বৈচিত্র্যময় ভূমিরূপ পৃথিবী নামক গ্রহটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। মরুভূমি এ বৈচিত্র্যরই একটা অংশ। দিগন্ত বিস্তৃত বালি অথবা বরফে আচ্ছাদিত মরুভূমিগুলোর রয়েছে ভিন্ন এক আবেদন। বিশেষ খবর তপ্ত মরুভূমিগুলোর মধ্যে সবচেয়ে বড়টির নাম সাহারা। প্রায় ৯০ লাখ র্বগকিলোমিটার জুড়ে এ মরুভূমিটি বিস্তৃত। অনুমানের সুবিধার্থে বলা যায়, মরুভূমিটি যুক্তরাষ্ট্রের সমান আয়তনবিশিষ্ঠ।

 ধারণা করা হয়, উত্তর আফিদ্ধকার এ মরুভূমির বয়স আড়াই মিলিয়ন বছরের বেশি। গত কয়েক হাজার বছর ধরে মরুভূমিটির জলবায়ুতে উল্লেখযোগ্য পরির্বতন সাধিত হয়েছে। বরফ যুগে সাহারার আয়তন র্বতমানের তুলনায় আরো বেশি ছিল। সাহারার উত্তরাংশের বরফ ধীরে ধীরে গলে যাওয়ায় সাহারা শুষ্ফ্ক মরুতে পরিণত হয়। এটি প্রায় ৮ হাজার খ্রিস্টপূবরাউর কথা।

 ২৫০০ খ্রিস্টপূর্বাব্দে মৌসুমি বায়ু সাহারার ওপর দিয়ে প্রবাহিত না হয়ে দক্ষিণে সরে যায় এবং ধীরে ধীরে সাহারা একটি প্রকা- মরুভূমিতে রূপ নেয়। সাহারা মরুভূমির জলবায়ু পৃথিবীর অন্য যে কোনো অঞ্চলের জলবায়ুর চেয়ে বেশি অসহনীয়। উত্তর-পূর্বদিক থেকে প্রবাহিত ঝড়োহাওয়া ওই অসহনীয়তারই প্রমাণ। দিনের বেলায় তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় ৫৮ সেলসিয়াসের কাছাকাছি চলে আসে। আবার রাতে ওই তাপমাত্রা কমতে কমতে হিমাগ্ধেকর নিচে আরো ৬ক্ক সেলসিয়াসে নেমে যায়। আবহাওয়ার এ প্রতিকূলতা সত্ত্বেও সাহারা মরুভূমিতে প্রায় আড়াই মিলিয়ন লোক বসবাস করে।

এখানকার অধিবাসীদের মধ্যে বেশির ভাগই মিসর, মৌরিতানিয়া, মরক্কো ও আলজেরিয়ার। নাইল উপত্যকায় অবস্থিত কায়রো সাহারা অঞ্চলের সবচেয়ে বড় শহর। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মিসরীয়রা সাহারা মরুভূমির কিনারা ঘেঁষে পশু পালন শুরু করে। পাশাপাশি খদ্যোশস্য উৎপাদন, মৃৎপাত্র তৈরি ও কাপড় বোনার কাজও করত। যাযাবর দসু্যদের ভয়ে এ মরু অঞ্চলের অধিবাসীরা সবসময় তটস্থ থাকত। আধুনিক বিশ্ব থেকে অনেক পিছিয়ে থাকা এ মরু অঞ্চলের দিকে এখন ইউরোপের ঔপনিবেশিকদের সজাগ দৃষ্টি রয়েছে। কারণ ধীরে ধীরে তারা জানতে পেরেছে পুরো মরুভূমিটি তেল ও প্রাকৃতিক
গ্যাসে সমৃদ্ধ।

আবদুল্লাহ আরিফ। দৈনিক সমকাল। ১৩ মার্চ, ২০০৭।

http://www.samakal.net/print_edition/archive/details.php?news=9&view=archiev&y=2007&m=03&d=13&action=main&menu_type=&option=single&news_id=53089&pub_no=509&type=

farzanamili:
Interesting post.

abduarif:
Thanks a million!

A.S. Rafi:
The title is so punning! It reminds me of somebody :p

abduarif:
Yea, it does! But the original piece was written in 2007 when that somebody was not so familiar somebody!!

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version