Faculty of Humanities and Social Science > Law
অপরাধীদের গাড়ি থামাতে বেতার তরঙ্গ
(1/1)
farzanamili:
দুষ্কৃতকারীরা দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করছে। আর তাদের পেছনে ছুটছে নাছোড়বান্দা পুলিশ। তুমুল উত্তেজনা। এ রকম দৃশ্য মারদাঙ্গা (অ্যাকশন) চলচ্চিত্রের কল্যাণে আমাদের খুব পরিচিত। বাস্তবে এমন পরিস্থিতিতে পুলিশের বড় হাতিয়ার হতে পারে বেতার তরঙ্গ। কারণ এটির সাহায্যে দূর থেকেই থামিয়ে দেওয়া যাবে অপরাধীদের গাড়ি।
বেতার তরঙ্গ ব্যবহারে গাড়ি থামানোর প্রযুক্তি তৈরির কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে যুক্তরাজ্য ও জার্মানিসহ কয়েকটি দেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এ উদ্দেশ্যে সেভলেক নামের একটি প্রকল্পে ৪৩ লাখ ইউরো বরাদ্দও দিয়েছে ইউরোপীয় কর্তৃপক্ষ। জার্মান অ্যারোস্পেস সেন্টার ডিএলআর নামের একটি প্রতিষ্ঠান এ ব্যাপারে গবেষণায় বেশ অগ্রসর হয়েছে। তারা এমন একটি যন্ত্র তৈরি করেছে, যা দূর থেকে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিতে সক্ষম। বেতার তরঙ্গে নির্দেশ দেওয়ার মাধ্যমে ওই যন্ত্র নিয়ন্ত্রণ করা যায়। চলমান কোনো যানবাহন বা বস্তু থেকে বেতার তরঙ্গ পাঠানোর যন্ত্রও তৈরি করেছেন ওই গবেষকেরা। পরীক্ষামূলকভাবে এখন ওই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
সংশ্লিষ্ট গবেষকেরা বলছেন, তাঁদের তৈরি প্রযুক্তিটি নির্দিষ্ট গাড়ির কোনো ক্ষতি না করেই বেতার তরঙ্গের সাহায্যে সেটিকে থামিয়ে দিতে পারবে। তাই নিরাপদ ওই প্রক্রিয়া সামরিক বাহিনী ও পুলিশের অভিযানে ব্যবহার করা যাবে। নিউসায়েন্টিস্ট।
Source:http://www.prothom-alo.com/technology/article/99124/%E0%A6%85%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF_%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87_%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97 (Accessed 15.12.13)
Navigation
[0] Message Index
Go to full version