Entertainment & Discussions > Football
এবার ড্রাগচক্রে জড়ালেন মেসির বাবা
(1/1)
Farhana Israt Jahan:
এবার ড্রাগচক্রে জড়ালেন মেসির বাবা
লিওনেল মেসির বাবা হোর্সে মেসির নাম এবার কলম্বিয়ার ড্রাগ চক্রের সঙ্গে জড়িয়ে পড়ল। স্পেনের সংবাদ মাধ্যমের খবর, মেসির বাবা বেআইনি অর্থের লেনদেনে জড়িয়ে পড়েছেন। তাতে জড়িয়ে পড়েছে বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির নামও।
মেসির লিও মেসি ফাউন্ডেশেনের অর্থ নিয়েই নয়ছয় করেছেন সিনিয়র মেসি। ‘মেসি অ্যান্ড ফ্রেন্ডস ট্যূর’ নিয়ে যেবার আমেরিকায় গিয়েছিলেন মেসি, সেবারের অর্থ নিয়ে প্রশ্ন উঠেছে। যে কোনও মহুর্তে সিনিয়র মেসি গ্রেফতার হতে পারেন বলে শোনা যাচ্ছে।
বার্সেলোনায় মেসির তিন সতীর্থ মাসচেরানো, দানি আলভেজ ও পিন্টুকে জেরা করেছে পুলিশ। এর আগে আয়কর নিয়ে সমস্যায় পড়েছিলেন বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। সেবারও তার বাবার জন্যেই।
অনেক ঝামেলার পরে মামলায় জিতে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন টানা চারবারের ফিফা বর্ষসেরা লিওনেল মেসি। এবার নতুন বিতর্কে জড়ালো তার নাম।
চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে মেসি। এই সুযোগটা যথাযথভাবেই কাজে লাগাচ্ছেন তার প্রতিপক্ষরা। ফিফা ব্যালন ডি’অরের পুরস্কারের দৌড়ে চলতি মৌসুমে অনেকটাই দূরে সরে গেছেন তিনি। তবে লা লীগায় তার অনুপস্থিতিটা মোটেই বুঝতে দিচ্ছেন না সতীর্থরা। বিশেষ করে কাতালান ক্লাবটির নতুন ভরসা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এককভাবেই টানছেন বার্সেলোনাকে। ধরে রেখেছে লা লীগার শীর্ষস্থানটাও।
sadia.ameen:
Disappointing... :(
russellmitu:
jamat Shibir er chokkranto...
Navigation
[0] Message Index
Go to full version