মেয়েদের নাম দিয়ে ঔষধের বানিজ্যিক নাম রাখার হিড়িক ফেলে দিয়েছে । সর্বপ্রথম এই প্রচলন শুরু করেছিলো গ্লাক্সোস্মিথ ক্লাইয়েন। তারাই সেফুরক্সিম(Cefuroxime) এর নাম রেখেছিলো “জিন্নাত” । তারা না হয় বিদেশী, তাই ভুল করতেই পারে। কিন্তু কিছুদিন পরই এরিস্টোফার্মা তাদের এন্টিহিস্টামিন রুপানটিডিন(Rupantidine) এর নাম দিলো “রুপা”। সম্প্রতি স্কয়ার ফার্মাও তাদের র্যাবিপ্রাজল (Rabeprazole) এর নাম দিয়েছে “রেবেকা”। নাকের ড্রপের নাম রাখছে "আফরিন"। লোরাটিডিন এর নাম রাখছে "লোরা" । কারা জানি প্যারাসিটামলের নাম রাখছে " জেরিন" । লুল সম্ভাব্য যা হতে পারেঃ ফ্যাট (fat) কমানোর ঔষধের নাম হবে- faTima লোপেরামাইডের বাজার নাম হবে- লোপা। ক্যান্ডিসারটনের বাজার নাম হবে - কেরামত। অনেকে উল্টাও করতে পারেন । ছেলে মেয়েদের নাম ড্রাগ এর নাম থেকে চুরি করতে পারেন। যেমন- সেফট্রন, ওমিটিড, এনসেট, সেফুর ইত্যাদি রাখতে পারেন। মা বইনরা সাবধানে থাইকেন, ভালো নাম পাইলে ঔষধ কোম্পানী গুলো আপনার নামের প্যাটেন্ট চুরি করতে পারে।কারন টিকফা হয়ে গেছে