Famous > History

আকাশ ছিঁড়ে ফেলা সেতু

(1/1)

mustafiz:

মালয়েশিয়ায় অবস্থিত ল্যাংকাউই স্কাই ব্রিজ নামের সেতুটিকে দেখলে হঠাৎ তা আকাশকে ছিঁড়ে ফেলেছে বলে মনে হয়। পলো ল্যাংকাউই দ্বীপের গুনুং ম্যাট সিঙ্কেঙ্ক পাহাড়ের উপরের ১২৫ মিটার লম্বা ঝুলন্ত সেতুটিকে এমনভাবেই বানিয়েছেন স্থপতি মায়ুর কানাইয়া। সেতুটি নিয়ে কানাইয়া বলেন, “মানুষকে একই সঙ্গে বন্যজীবনের সৌন্দর্য আর উন্মত্ততার কথা স্মরণ করিয়ে দেবে ঝুলন্ত সেতুটি।”

sadique:

Navigation

[0] Message Index

Go to full version