IT Help Desk > IT Forum

Easy Unlock, Delate, Move Your Folder

(1/1)

Md.Robiul Hasan Ovy:
Unlocker
বিভিন্ন কারণে ফাইল বা ফোল্ডার ডিলিট, মুভ, রিনেম করা যায় না। এসবের মুল কারণ হচ্ছে উক্ত ফাইল বা ফোল্ডারটি কোন চলতি প্রোগ্রামে ব্যবহৃত হচ্ছে। এইসব সমস্যা থেকে মুক্তির জন্য "Unlocker" নামে অনেক ছোট একটি সফটওয়্যার রয়েছে। সফটওয়্যারটি ইনস্টল করে যেই ফাইল বা ফোল্ডারে সমস্যা হচ্ছে তার উপর মাউসের ডান বাটন ক্লিক করে Unlocker এ ক্লিক করলে দেখা যাবে উক্ত ফাইল বা ফোল্ডারটি কোন কোন প্রোগ্রামে ব্যবহৃত হচ্ছে। এবার Unlock All বাটনে ক্লিক করেলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও বাম পাশের No action ড্রপ-ডাউন থেকে Delete নির্বাচন করে Unlock All বাটনে ক্লিক করলে ফাইল বা ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে। এভাবে Rename বা Move করা যাবে।
Download Link: http://www.filehippo.com/download_unlocker/

Navigation

[0] Message Index

Go to full version