«  on: December 30, 2013, 03:27:41 PM »
									
								 
							 
							
								আজ আপনাদের দেখাবো কি করে কোন সফটওয়্যার ছাড়াই Word File থেকে PDF File এ রুপান্তরিত করতে হয়। আমরা অনাকেই PDF তৈরি করার জন্য বিভিন্ন রকম Software ব্যবহার করি কিন্ত আমরা হয়তো অনেকেই জানিনা আমাদের MS Office এর মধ্যে Save As Option টিতেই সরাসরি PDF তৈরি করার Default Option রয়েছে। Option টি শধুমাত্র Update Window Version এর মধ্যেই রয়েছে। আপনার Windows টি Update দেওয়া নেই? চিন্তার কোন কারন নেই, যাদের Windows Update দেওয়া নেই তাদের জন্য Windows কর্তিপক্ষ ৯১৪.২২ কিলোবাইট এর ছোট্ট একটি Software দিয়ে দিয়েছে। যেটি Install করলে আপনার Save As Option এও PDF Option টি Default আকারে চলে আসবে। নিচের লিঙ্কটিতে ক্লিক করলেই সরাসরি Download Option চলে আসবে।
Download Link: http://download.microsoft.com/download/b/5/3/b5370004-d59d-493f-b005-2299ffca8596/SaveAsPDF.exe


 
							 
						 
						
							
							
							
								
								Logged
							
 
							Md. Robiul Hasan Ovy
Student, 16th Batch
Department of Textile Engineering
Faculty of Science & Information Technology
Daffodil International University