Science & Information Technology > Latest Technology

Special offer for windows phone users.

(1/1)

maruppharm:
উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত ২০গিগাবাইট স্কাইড্রাইভ স্টোরেজ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা বর্তমানে ৭ গিগাবাইট স্কাইড্রাইভের সঙ্গে এক বছরের জন্য অতিরিক্ত ২০ গিগাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণ করার সুবিধা পাবেন।

জানুয়ারি মাসের শেষ থেকে উইন্ডোজ ফোনে বিশেষ এই সুবিধা সক্রিয় করতে পারবেন ব্যবহারকারীরা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক খবরে এ তথ্য জানিয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, উইন্ডোজ ৮.১ সংস্করণে স্কাইড্রাইভ নামের ক্লাউডনির্ভর স্টোরেজ সুবিধাটি মাইক্রোসফটের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে সারফেস ২ ও সারফেস প্রো ২ ট্যাবলেট কিনলে দুই বছরের জন্য ২০০ গিগাবাইট স্কাইড্রাইভ ব্যবহারের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
এক বছরের মেয়াদ শেষে অতিরিক্ত স্টোরেজে রাখা তথ্য ডাউনলোড করে নেওয়া যাবে।

Navigation

[0] Message Index

Go to full version