Bangladesh > Heritage/Culture

Church Tour

(1/1)

mustafiz:
আর্মেনিয়ান গির্জা

পুরান ঢাকার আরমানিটোলায় দর্শণীয় ইমারত আর্মেনিয়ান গির্জা। আর্মেনিয়রা আরমানিটোলায় স্থায়ীভাবে বসবাস শুরুর পরে এ গির্জা নির্মাণ করা হয়। এটি নির্মিত হয়েছিল ১৭৮১ খ্রিষ্টাব্দে। আগে এ জায়গায় তাদের একটি গোরস্থান ছিল। গির্জা নির্মাণের জন্য বিস্তর জমি দান করেছিলেন আগা মিনাচ ক্যাটচিক। এটি নির্মাণে সাহায্য করেছিলেন চারজন আর্মেনি। গির্জাটি লম্বায় সাড়ে সাতশ ফুট। পাশেই ছিল একটি ঘড়িঘর। এটি নির্মাণ করেছিলেন জোহানস কারু পিয়েতে সার্কিস। ১৮৯৭ সালের ভূমিকম্পে ঘড়িঘর ভেঙ্গে যায়।

সেন্ট থমাস চার্চ

ঢাকার পুরোনো গির্জাগুলির মধ্যে অন্যতম একটি সেন্ট থমাস চার্চ। শাঁখারি বাজরের পূর্ব পাশে এবং বাহাদুর শাহ পার্কের উত্তর পাশে অবস্থিত এটি। ১৮১৯ সালে ঢাকা জেলের কয়েদীদের শ্রমের বিনিময়ে নির্মিত হয়েছেল এ গির্জা। প্রধান আর্কষণ হল চূড়ায় অবস্থিত বড় আকারের একটি ঘড়ি।

fahad.faisal:
Thanks a lot for the informative post.

Navigation

[0] Message Index

Go to full version