Lung cancer is increasing in Beijing.

Author Topic: Lung cancer is increasing in Beijing.  (Read 813 times)

Offline Saqueeb

  • Hero Member
  • *****
  • Posts: 536
  • Test
    • View Profile
Lung cancer is increasing in Beijing.
« on: January 08, 2014, 03:22:03 PM »
চীনের রাজধানী বেইজিং এ ফুসফুস ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে।

গত দশকে এ সংখ্যা ৫০ শতাংশেরও বেশি বেড়েছে বলে এক পরিসংখ্যানে জানিয়েছে দেশটির রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা সিনহুয়া।

স্বাস্থ্য কর্মকতারা ধূমপানকেই এখনো ফুসফুস ক্যান্সারের এক নাম্বার কারণ হিসাবে উল্লেখ করলেও বায়ু দূষণও এর অন্যতম কারণ বলে স্বীকার করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি চীনে বায়ু দূষণের কারণে প্রতিবছর লাখ লাখ মানুষ মারা যাওয়ার হিসাব দিয়েছে।

কেবলমাত্র বেইজিংয়ে ফুসফুস ক্যান্সারের সর্বশেষ পরিসংখ্যানটি বেইজিং পৌর স্বাস্থ্য ব্যুরো প্রকাশ করেছে বলে জানিয়েছে সিনহুয়া।

এ পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি ১ লাখ মানুষের মধ্যে ফুসফুস ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ২০০২ সালে ছিল ৩৯ দশমিক ৫৬। আর ২০১১ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ০৯ জনে।

ফুসফুস ক্যান্সারের হার বেড়ে যাওয়ার কোনো কারণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বেইজিং এর স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, মানুষের জীবনধারার সঙ্গে ফুসফুস ক্যান্সারের সম্পর্ক আছে। ধূমপান সবচেয়ে বড় কারণ। এছাড়া, পরোক্ষো ধূমপান এবং বায়ু দূষণও এর অন্যতম কারণ হয়ে থাকতে পারে।
Nazmus Saqueeb
Sr. Lecturer, Dept. of Pharmacy,
Daffodil International University.

Offline mustafiz

  • Hero Member
  • *****
  • Posts: 524
  • Test
    • View Profile
Re: Lung cancer is increasing in Beijing.
« Reply #1 on: January 12, 2014, 12:38:33 PM »
That's really alarming.