Entertainment & Discussions > Jokes

দ্রুতগামী ট্রেন..........

(1/1)

sadique:
রেলওয়েতে চাকরির ইন্টারভিউ হচ্ছে।
: ধর, একটা দ্রুতগামী ট্রেন আসছে। হঠাৎ দেখলে লাইন ভাঙা। ট্রেনটা থামানো দরকার। কী করবে তুমি?
: লাল নিশান ওড়াব।
: যদি রাত হয়?
: লাল আলো দেখাব।
: লাল আলো যদি না থাকে?
: তা হলে আমার ছোট বোনকে ডাকব!
: বোনকে! তোমার বোন এসে কী করবে?
: কিছু করবে না। ওর অনেক দিনের শখ সরাসরি একটা ট্রেন-দূর্ঘটনা দেখার।

nadimhaider:
ha.ha....

taslima:
very funny

ABM Nazmul Islam:
very funny

habib.cse:
nice

Navigation

[0] Message Index

Go to full version