Science & Information Technology > Internet Technology

Internet for robot!!!!!!!!!!!!!!

(1/1)

maruppharm:
রোবট যাতে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে তার জন্য বিশেষ একটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেট ব্যবস্থা তৈরি করেছেন ইউরোপের গবেষকেরা। গবেষকেরা দাবি করেছেন, ‘রোবোআর্থ’ নামের বিশেষ এই ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে পরস্পরের কাছ থেকে তথ্য বিনিময় করবে রোবট। এই প্রকল্পের ফলে দ্রুত রোবোটিক্স সেবা পাওয়া সম্ভব হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
নেদারল্যান্ডসের একটি হাসপাতালে এই রোবোআর্থের পরীক্ষা চালাচ্ছেন গবেষকেরা। ২০১১ সাল থেকেই রোবট ইন্টারনেট প্রকল্প নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফিলিপসের গবেষকেদের পাশাপাশি ইউরোপের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন।
গবেষকেরা দাবি করেছেন, তাঁদের প্রকল্পটির মাধ্যমে রোবটে যুক্ত হবে নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা এবং রোবট মস্তিষ্কে ভর্তি থাকবে উইকিপিডিয়ার মতো বিশাল তথ্যভান্ডার। রোবটের মেমোরিতে নিত্যনতুন জমা হওয়া এসব তথ্য শেয়ার করা এবং আরো নতুন তথ্য জমা রাখার ব্যবস্থাও থাকবে। এই তথ্য জমা হবে ক্লাউডভিত্তিক একটি তথ্যভাণ্ডারে। এই তথ্যভাণ্ডারে রোবটের পাশাপাশি গবেষকেরাও তথ্য জমা রাখবেন। এতে সব রোবটের মধ্যে একই রকম তথ্য ব্যবহারের সুযোগ থাকবে।
রোবোআর্থ প্রকল্পের পরিচালক রেনে ভ্যান দ্য মোঙ্গেলগ্রাফট জানিয়েছেন, ‘রোবটের উন্নয়ন করাই হলো  রবোআর্থ পরিকল্পনার মূল কারণ। এটি রোবোটিক এনকোডে সাহায্য করবে এবং জ্ঞান শেয়ার এবং পুনরায় ব্যবহারযোগ্য করে তুলবে।বর্তমানে রোবটকে একটি নির্দিষ্ট কাজের প্রয়োজনেই তৈরি করা হয়। এক্ষেত্রে কোনো মান বজায় রাখা হয় না। এই প্রকল্প রোবটের একটি মানদণ্ড তৈরি করবে।’

nayeemfaruqui:
That is interesting post...

Navigation

[0] Message Index

Go to full version