Science & Information Technology > Latest Technology
DMP(Dhaka Metropoloton Police) apps
(1/1)
maruppharm:
ঢাকা শহরে চলতে-ফিরতে কিছুটা স্বস্তি আপনি পাবেনই, যদি মুঠোফোনে নামিয়ে নেন ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ’ অ্যাপলিকেশনটি। ঢাকাবাসীর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সরাসরি তত্ত্বাবধানে তৈরি হয়েছে এটি।
ঢাকার যে স্থানেই আপনি থাকুন, আপনার নিকটবর্তী থানা বা পুলিশ স্টেশন কোনটি, তা খুঁজে বের করতে পারবেন। এক ক্লিকেই ফোন করতে পারবেন প্রয়োজনীয় স্টেশনে কর্তব্যরত কর্মকর্তাকে। মানচিত্রে দেখতে পারবেন পুলিশ স্টেশনের ঠিকানা। এমনকি আপনার সামনে কোনো অপরাধ বা দুর্ঘটনা ঘটলে তাও জানিয়ে দিতে পারবেন।
নির্মাতা: এলিটস
আকার: ১ মেগাবাইট
Navigation
[0] Message Index
Go to full version