Health Tips > Beauty Tips

তৈরী করুন ন্যাচারাল স্ক্রাব

(1/1)

chhanda:

তৈরী করুন ন্যাচারাল স্ক্রাব

ত্বকের ডেড সেল এবং এর গভীরে জমে থাকা ময়লা দূর করতে বাজারে নানা রকমের স্ক্রাব পাওয়া যায়। কিন্তু আপনি চাইলে হাতের কাছের প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে ঘরে বসেই স্ক্রাব হিসাবে ব্যবহার করতে পারেন। মুখের ত্বক যেহেতু খুব স্পর্শকাতর তাই পাউডার ধরনের স্ক্রাবই বেছে নেয়া উত্তম।


• বেসন অথবা ময়দার সাথে একটু পানি মিশিয়ে মুখের স্ক্রাব হিসাবে ব্যবহার করতে পারেন।

• হাত, পা, গলা এবং ঘাড়ে স্ক্রাব হিসাবে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এটা দানাদার বলে মৃত কোষগুলোকে খুব ভালোভাবে পরিস্কার করে।

• চালের গুঁড়ার সঙ্গে গাজরের রস মিশিয়ে স্ক্রাব হিসাবে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।

• কাঁচা হলুদের রসও ত্বক ও মুখের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে।

• সয়াবিন গুঁড়ার সাথে তিলের তেল মিশিয়ে সারা শরীরে স্ক্রাব হিসাবে ব্যবহার করলে ভালো ফল পাবেন।

• সারা শরীরে ময়দার সাথে অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়েও খুব ভালো স্ক্রাব হিসাবে ব্যবহার করা যায়।

collected

Navigation

[0] Message Index

Go to full version