Faculties and Departments > Life Science

দাঁত পরিচর্যা হৃদরোগের ঝুঁকি কমায়

(1/2) > >>

Mafruha Akter:
নিয়মিত দাঁতের যত্ন হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথ’ এর নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত মুখ, দাঁত ও মাড়ির যত্ন আথারোস্ক্লেরসিস-এর ঝুঁকি কমিয়ে দেয়। এতে করে হৃদরোগ এবং স্ট্রোক ও মৃত্যু ঝুঁকি কমে আসে।

দাঁতে প্লাক জমে গেলে হৃৎপিণ্ডের ধমনী সংকুচিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা দেখা দেয়।

গবেষকরা বলছেন, দাঁতের বিভিন্ন রোগ ও মাড়িতে ব্যাকটেরিয়ার অবস্থান ও প্রকৃতির ওপর আথারোক্লেরোসিসের আক্রান্ত হওয়ার আশঙ্কার যোগসূত্র আছে।

‘ওরাল ইনফেকশনস এন্ড ভাসকুলার এপিডেমিওলোজি স্টাডি’ (আইএনভিইএসটি) শীর্ষক এই গবেষণা চালানো হয় উত্তর ম্যানহাটনের ৬০ থেকে ৭৬ বছর বয়সী ৪২০ জনের ওপর। তাদের দাঁতে কোন সংক্রমণ আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এতে।গবেষণায় অংশগ্রহণকারীদের দাঁত থেকে ৫০০০ এর বেশি প্লাক নমুনা সংগ্রহ করা হয়। এরপর দাঁতের বিভিন্ন রোগের জন্য দায়ী ১১ প্রজাতির ব্যাকটেরিয়া নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয়।

এছাড়া দাঁতের মাড়ির চারপাশের জলীয় অংশে থাকা ইন্টারলিউকিন- ১এ’র মাত্রাও পরিমাপ করা হয়।

এতে দেখা যায়, যারা নিয়মিত দাঁতের যত্ন নিয়েছেন তাদের দাঁতে প্লাকের পরিমাণ কমেছে।ফলে তাদের ক্ষেত্রে আথারোক্লেরোসিসে আক্রান্তের হারও অনেক কমে গেছে।

ashis3456:
I am happy to know this...

sadique:
আজ থেকে দুই বেলা ব্রাশ করবো। শেয়ার করার জন্য ধন্যবাদ.....

Mostakima Mafruha Lubna:
Interesting and really helpful information.

Jeta Majumder:
Its all about habitual practice...very nice post and informative tooo.... :)

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version