Entertainment & Discussions > Photography

‘ডিএসএলআর ক্যামেরার খোঁজ’

(1/1)

sadique:

শখের তোলার দাম নাকি লাখ টাকা। অনেকেই শখ করে ছবি তোলেন। কিন্তু তাই বলে কি সবারই লাখ টাকা খরচ করে ডিএসএলআর বা ডিজিটাল সিঙ্গেল-লেন্স রিফ্লেক্স ক্যামেরা কেনার সাধ্য আছে? তবে বাজারে এখন ৫০ হাজার টাকার মধ্যে বেশ কটি ব্র্যান্ডের ডিএসএলআর ক্যামেরা কিনতে পাওয়া যায়। সেসবের খোঁজ জানাচ্ছেন জাহিদ হোসাইন খান


ফুজি ফিল্ম

৫০ হাজার টাকার মধ্যে বাজারে ফুজি ফিল্মের দুটো মডেলের ক্যামেরা কিনতে পাওয়া যায়। ১৬.২ মেগাপিক্সেলের ফাইনপিক্স এসএল১০০০ মডেলের ক্যামেরার দাম ৪০ হাজার ৯৯০ টাকা। ১৬ মেগাপিক্সেল রেজুল্যুশনের ফাইনপিক্স এইচএস৩৫ইএক্সআর ক্যামেরার দাম ৩৯ হাজার ৯৯০ টাকা।
 

ক্যানন

বাজারে ৫০ হাজার টাকার নিচে ক্যাননের দুটি মডেলের ডিএসএলআর ক্যামেরা কিনতে পাওয়া যায়। ১২.৬ মেগাপিক্সেল রেজুল্যুশনের ক্যানন ডিজিটাল এসএলআর ইওএস ১১০০ডি ক্যামেরার দাম ৩৭ হাজার টাকা। ১৮ মেগাপিক্সেলের ইওএস ৬০০ডি ক্যামেরার দাম ৪৫ হাজার টাকা।
 

নাইকন

বাজারে নাইকন ব্র্যান্ডের বেশ কটি ডিএসএলআর ক্যামেরা কিনতে পাওয়া যায়। ১৪.২ মেগাপিক্সেল রেজুল্যুশনের ১৮ থেকে ৫৫ মিমি লেন্সের নাইকন ডি৩১০০ ক্যামেরার দাম ৩৫ হাজার ৫০০ টাকা। এই ক্যামেরায় ৩ ইঞ্চির পর্দা যুক্ত রয়েছে। ১৬.২ মেগাপিক্সেলের নাইকন ডি৫১০০ ডিএসএলআর ক্যামেরার দাম ৪৩ হাজার টাকা। নাইকন ডি৩২০০ ডিএসএলআর ক্যামেরার দাম ৪৪ হাজার টাকা। এই ক্যামেরায় রয়েছে ২৪.২ মেগাপিক্সেল রেজুল্যুশনের নিকন এফ মন্ট ১৮ থেকে ৫৫ মিলিমিটার লেন্স।

কোথায় পাবেন

রাজধানী ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি, বসুন্ধরা সিটি শপিং মলসহ দেশের বিভিন্ন প্রযুক্তি পণ্য বিক্রেতাদের কাছেপাওয়া যাবে ডিএসএলআর ক্যামেরা।

খেয়াল রাখুন

মেগাপিক্সেল: ডিজিটাল ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি হবে, ছবির মানও তত ভালো হবে—এই ধারণা পুরোপুরি সঠিক নয়। ছবির আকার নির্ধারণ করে দেয় মেগাপিক্সেল।

সেন্সর: ইমেজ সেন্সরের ওপর ছবির মান নির্ভর করে। সেন্সরের আকার যত বড় হবে, ছবির মান তত ভালো হবে। ক্যামেরায় দুই ধরনের ইমেজ সেন্সর দেখা যায়। সিসিডি ও সিএমওএস নামের সেন্সরে সিএমওএস সেন্সরে কম ব্যাটারি খরচ হয়।

জুম: ক্যামেরাগুলোর অপটিক্যাল ও ডিজিটাল দুই ধরনের জুম থাকে। অপটিক্যাল জুম লেন্সের ফোকাল দৈর্ঘ্য পরিবর্তন করে বিষয়বস্তুকে কাছে নিয়ে আসে। ফলে ছবির মান অটুট থাকে।

 

ডিএসএলআর ক্যামেরার যত্নআত্তি

*ব্র্যান্ডের ক্যামেরা কেনার সময় বাংলাদেশে পরিবেশক, সার্ভিস সেন্টার কোথায় আছে, তা জেনে নিন।
*পানি, ধুলা, বালু, কাদা থেকে ক্যামেরা দূরে রাখার চেষ্টা করুন।
*ক্যামেরা কেনার সময় ব্যাগ বা ক্যামেরা রাখার বাক্স কিনে নিন।
*ক্যামেরা ও লেন্স ভালো রাখার জন্য সিলিকা জেল ব্যবহার করা যেতে পারে। সিলিকা জেল ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করুন।
*ছবি তোলার পর ক্যামেরার ব্যাটারি খুলে রাখা উচিত। ব্যাটারি খুলে ক্যাপসহ ব্যাটারি সংরক্ষণ করুন।
*ক্যামেরা ও লেন্স বায়ুরোধী বাক্সে জলীয়বাষ্প শোষণকারী পদার্থ (ডেসিকেটিং এজেন্ট) দিয়ে সংরক্ষণ করুন।
*লেন্সে বা ক্যামেরায় ধুলা পড়লে হাত দিয়ে কিংবা ফুঁ দিয়ে সরানোর চেষ্টা না করে ব্লোয়ার ব্যবহার করুন।
*শীতাতপনিয়ন্ত্রিত রুম থেকে বের হওয়ার আগে ২০ থেকে ২৫ মিনিট আগে ক্যামেরা ব্যাগে ভরে রাখুন। ক্যামেরা খোলা অবস্থায় বের করা হলে লেন্সে পানি জমে যায়। এতে লেন্সে স্থায়ী দাগ পড়তে পারে।

 

সূত্র: রয়টার্স

ভাষান্তর: মিজানমল্লিক
(প্রথম আলো)

R B Habib:
Informative. Thanks

sadique:
welcome.....mam

fatema nusrat chowdhury:
Very informative post. Thank you for sharing

Navigation

[0] Message Index

Go to full version