Faculties and Departments > Teaching & Research Forum
Math : Easy or Difficult ? –– 1.
(1/1)
Mohammad Salek Parvez:
অঙ্ক জিনিসটা কেমন ? সোজা না কি জটিল ? এ এক ভীষণ জটিল প্রশ্ন ! আমি নিজে অঙ্কের ছাত্র (শিক্ষক বলার মত সাহস বা যোগ্যতা এখনও হয় নি ।) আমার নিজের কাছে অঙ্ক কেমন ? এই প্রশ্নের উত্তর পড়ে দেব । তার আগে একটু সার্বিক আলোচনা করা হোক । সেদিন ক্লাসে এক ছাত্র মন্তব্য করল, ‘ অঙ্কের মধ্যে কঠিন বলে কিছু নেই। ’ আমি ধন্য হলাম এমন দুঃসাহসী ছাত্রের সাক্ষাৎ পেয়ে। কারণ আমি নিজে অঙ্ককে ভীষণ ভয় পাই। এবং আমার ধারণা ছিল যে, দুনিয়ার তাবৎ লোকই বুঝি অঙ্ক দেখলে ঘামতে শুরু করে। আমার ধারণা মিথ্যা প্রমাণিত হওয়াতে আমি যার-পর নাই খুশী হলাম। আমি বুঝতে পারলাম যে, আমার এই ক্ষুদ্র ক্লাসে যখন এমন একজন মিলেছে যে অঙ্ক দেখে ডরায় না, তখন এই বিশাল পৃথিবীতে এমন হিম্মৎ ওয়ালা লোক আরও অঙ্কে আছে। এদের জন্যই ঘোষণা করা আছে বিরাট অঙ্কের পুরষ্কার। আসলেই Fortune favours the brave . তবে এখানে ছোট্ট একটি কিন্তু রয়েছে । সেই কিন্তুটি হল, পুরস্কারটা ঝুলিতে পোরার আগে কম পক্ষে একটি অঙ্ক করতে হবে। হাঁ, মাত্র একটিই । তবে বেশী করলে ক্ষতি নেই । পুরস্কারের পরিমাণটা আনুপাতিক হারে বেড়ে যাবে। (চলবে )
R B Habib:
Interesting
Debangshu Paul:
:D
kwnafi:
:)
Navigation
[0] Message Index
Go to full version