Health Tips > Beauty Tips

ঘরে বসে গ্রীন টি ফেসিয়াল

(1/1)

chhanda:
তৈলাক্ত, ব্রণ প্রবন ত্বকে প্রয়োজন একটু বেশি যত্ন। তৈলাক্ত ত্বকে ব্যাক্টেরিয়ার সংক্রমনের আশংকা বেশি থাকে। তৈলাক্ত ত্বকের যত্নে গ্রীন টি খুবই কার্যকর। কারণ গ্রীন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্ল্যামেটরি গুণ।

চলুন জেনে নেই কীভাবে ঘরে বসে করবেন গ্রীন টি ফেসিয়াল।

উপকরণঃ

• গ্রীন টি
• মুলতানি মাটি
• অ্যালোভেরা

পদ্ধতিঃ
কিঞ্জিং
আপনার পছন্দের ক্লিঞ্জার দিয়ে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন।

স্ক্রাবিং
স্ক্রাব মুখে লাগিয়ে কিছুক্ষন রেখে আলতো ভাবে ম্যাসাজ করুন। স্ক্রাবিং ব্ল্যাক /হোয়াইট হেডস দূর করবে ও বন্ধ পোরস গুলো খুলে দিবে।

টোনিং
তুলোতে টোনার নিয়ে মুখটা মুছে নিন। গোলাপ জল তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপযোগী টোনার।

ফেসপ্যাকঃ
ফুটন্ত গরম পানিতে ১ চামচ গ্রীন টি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।
১টি বাটিতে ২ চামচ মুলতানি মাটি নিন। তাতে ২-৩ চামচ গ্রীন টি ভেজানো পানি মেশান।
১ টি অ্যালোভেরার স্টিক নিন, এটির এক পাশ ছিড়ে নিতে হবে। এবার অ্যালোভেরা স্টিকটি চিপে রস মুলতানি মাটি ও গ্রীন টির মিশ্রণে মেশান।
উপকরণ গুলো একসাথে ভালো ভাবে মিশিয়ে নিন। প্যাক তৈরি হয়ে গেল।
প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন, তারপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

উপভোগ করুন তেল মুক্ত, উজ্জ্বল ত্বক।

প্যাকটির উপকারিতাঃ
• গ্রীন টির অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সতেজ ও টানটান রাখতে সাহায্য করে ও জীবাণু দূর করে।
• মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে, ব্রণ প্রতিরোধ করে, রোদে পোড়া ভাব কমায়।
• অ্যালোভেরা ত্বককে ময়েশচারাইজ করে। অ্যালোভেরার অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বককে সুরক্ষিত রাখে।

কোথায় পাবেনঃ
গ্রীন টি সহজেই পেতে পারেন সুপার শপ গুলোতে।
মুলতানি মাটি পাওয়া যাবে যেকোন শপিং মলেই। ব্যবহার করতে পারেন মিনা হারবালের মুলতানি মাটি।
অ্যালোভেরা পাওয়া যাবে সুপার শপে বা কাঁচা বাজারে।

নিয়মিত এই ফেসপ্যাকের ব্যবহারে ত্বক হবে ব্রণমুক্ত, উজ্জ্বল ও লাবণ্যময়।

collected

Navigation

[0] Message Index

Go to full version