Entertainment & Discussions > Animals and Pets
Purple Crab
(1/1)
mustafiz:
কাঁকড়াদের গায়ের রং এমনিতে কালচে খয়েরি হয়। মাঝে মাঝে দেখা মেলে লাল রংয়ের কাঁকড়াদেরও। কিন্তু বেগুনি রংয়ের কাঁকড়া?
২০১২ সালে এমনই এক জাতের বেগুনি কাঁকড়ার সন্ধান মিলেছে ফিলিপাইনে। খুঁজে বের করেছেন জার্মান বিজ্ঞানী হেন্ড্রিক ফ্রেইট্যাগ। বৈজ্ঞানিক নাম ‘ইনসুলেমন পালাওয়ানেনসি’।
এই কাঁকড়াদের শরীরে হালকা বেগুনি এবং কমলা রংয়ের অদ্ভুত মিশেল দেখা যায়। চওড়ায় এরা হয় মোটামুটি এক থেকে দুই ইঞ্চি। ফিলিপাইনের পালাওয়ান দ্বীপেই শুধু দেখা পাওয়া যায় এদের।
বিজ্ঞানীদের ধারণা, দ্বীপের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর কারণে সাধারণ প্রজাতির কাঁকড়ারাই বিবর্তনের মাধ্যমে বেগুনি রংয়ের হয়ে গেছে। আর তার ফলে তারা যে আরও সুন্দর হয়েছে, তা আর বলতে!
R B Habib:
Interesting
Navigation
[0] Message Index
Go to full version