Health Tips > Food

মাত্র ৩ মিনিটে কেক বানান আপনার কফি মগটিতে!!!

(1/1)

Mafruha Akter:
মাত্র ৬ টি সহজ ধাপে বানিয়ে ফেলুন মজাদার চকলেট কেক তাও আবার আপনার কফির মগে !!! কিভাবে? চলুন দেখিঃ

উপকরণঃ
৪ টেবিল চামচ ময়দা
৪ টেবিল চামচ চিনি
২ টেবিল চামচ কোকো পাউডার
১টি ডিম
৩ টেবিল চামচ দুধ
৩ টেবিল চামচ সইয়াবিন তেল
আর আপনার প্রিয় কফির মগ টি।

প্রণালীঃ
১। প্রথমে আপনার কফির মগটির ভিতরে দু তিন ফোটা তেল মেখে নিন।
২।এরপর সকল শুকনো উপকরণগুলো একসাথে মিশান মগের ভিতর।

৩।এবার ডিমটি ফেটে শুকনো উপকরণ গুলোর সাথে মিশান ভাল করে।

৪। এখন বাকি উপকরণ গুলো মিশিয়ে ভাল করে একটি চামচ দিয়ে ফাটুন

৫।এবার মাইক্রো ওয়েভে হাই পাওয়ার(১০০ তে) এ ৩ মিনিট বেক করতে দিন মিশ্রনটি।

৬। হয়ে গেল আপনার মজাদার চকলেট কেক।

এবার তবে ঝটপট কেক বানিয়ে ফেলুন আর চমকে দিন প্রিয়জনকে।

R B Habib:
Should be named as Mug Cake :)

Navigation

[0] Message Index

Go to full version