সাধারণ নামে সৌভাগ্য!

Author Topic: সাধারণ নামে সৌভাগ্য!  (Read 959 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
সাধারণ নামে সৌভাগ্য!
« on: May 07, 2014, 08:06:27 PM »
‘নামে কি বা আসে যায়’- এই প্রবাদ বাক্য বুঝি আর টিকল না। কেননা বিজ্ঞানীরা যে বলছেন, নামের ওপর অনেক কিছুই নির্ভর করে। তাঁদের ভাষ্য, ভারি ভারি নাম রাখলে সৌভাগ্য আপনাকে ছেড়ে চলে যেতে পারে! দরকার সাধারণ নাম, সহজবোধ্য, সহজে উচ্চারণযোগ্য, যা আপনাকে করে তুলবে অপরের কাছে বিশ্বাসযোগ্য এবং নিকটবর্তী। এভাবেই নামের গুণে আপনি হয়ে উঠতে পারেন ভাগ্যবান।
নিউজিল্যান্ডের ওয়েলিংটন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী বিভিন্ন নামের ওপর গবেষণা শেষে প্লস সাময়িকীতে এ চমকপ্রদ তথ্য জানিয়েছেন। তাঁদের মতে, যেসব নামের উচ্চারণ সহজ সেসব নামের মানুষের প্রতি অন্যদের নির্ভরতা বাড়ে। কেননা, মস্তিষ্ক সহজবোধ্য নামকে দ্রুত গ্রহণ করতে পারে এবং সে নামের মানুষগুলোর সঙ্গে যোগাযোগে আগ্রহী হয়। এ কারণেই সহজ নামের মানুষরা কর্মক্ষেত্র এমনকি রাজনীতিতেও বেশ সাফল্য অর্জন করেন।
তবে সহজ নামের পেছনে আরো কিছু যুক্তিও তুলে ধরেছেন গবেষকরা। সাধারণত, নামের মধ্যেই আর্থ-সামাজিক মর্যাদা, জাতীয়তা এবং লিঙ্গের একটি আপাত চিহ্ন থাকে, যার প্রতি সহকর্মী এবং অন্যরা সহজেই আকৃষ্ট হন। গবেষকরা কিছু স্বেচ্ছাসেবককে বিভিন্ন নামের ব্যক্তির মন্তব্য বা বিবৃতি পড়তে বলে সেগুলো বিশ্বাসযোগ্য কি না তা জানার চেষ্টা করেছেন। দেখা গেছে, সহজে উচ্চারণযোগ্য লোকদের বিবৃতি স্বেচ্ছাসেবকরা বেশি বিশ্বাস করছেন। সূত্র : টেলিগ্রাফ।

Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar

Offline drkamruzzaman

  • Full Member
  • ***
  • Posts: 245
  • Test
    • View Profile
Re: সাধারণ নামে সৌভাগ্য!
« Reply #1 on: May 08, 2014, 11:33:13 AM »
Exactly. Useful post.
Dr. Md. Kamruzzaman
Assistant Professor
Department of Natural Sciences
Faculty of Science & Information Technology
Daffodil International University