Health Tips > Skin

ক্লিনজিং লোশন তৈরী করুন ঘরে বসেই

(1/1)

chhanda:
বক পরিষ্কার থাকলে ব্রণসহ অন্যান্য সমস্যা থেকে দূরে থাকা যায় অনেকাংশেই। ক্লিনজিং লোশন ত্বক পরিষ্কার রাখতে খুবই কার্যকর ভূমিকা পালন করে। প্রতিদিন নিয়মিত ব্যবহারে আপনার মুখ ও ত্বক পরিস্কার রেখে আপনাকে করবে উজ্জ্বল। বাজারে নানা রকম ক্লিনজিং লোশন পাওয়া যায়। তবে আপনি চাইলে ঘরোয়া কিছু জিনিস দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারেন ক্লিনজিং লোশন।

এর জন্য আপনার লাগবে:

• দুই টেবিল চামচ চালের গুঁড়া

• চার টেবিল চামচ চায়ের লিকার

• এক টেবিল চামচ মধু

এই উপাদানগুলো একটি পরিষ্কার ছোট বাটিতে ভাল করে মিশিয়ে নিন। পুরো মিশ্রণটি একটা ঘন লোশনে পরিণত হবে।

এবার উক্ত লেশন আপনার শরীরের খোলা অংশগুলোতে যেখানে আপনার প্রয়োজন সেখানে লাগান।

লোশন লাগিয়ে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করুন।

এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলে পরিষ্কার নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

বাজরে যেসব ক্লিনজিং লোশন পাওয়া যায় এই প্যাকটি এদের সমান উপকারী হিসাবে কাজ করে। সপ্তাহে প্রতিদিন এটি ব্যবহার করলে ধীরে ধীরে আপনার ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হয়ে উঠবে। আপনি চাইলে বেশি করে বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে সংরক্ষন করতে পারবেন।

taslima:
informative post

Navigation

[0] Message Index

Go to full version