পিসিতে ইন্সটল করুন অ্যানড্রয়েড

Author Topic: পিসিতে ইন্সটল করুন অ্যানড্রয়েড  (Read 1611 times)

Offline Zahir_ETE

  • Full Member
  • ***
  • Posts: 112
  • Always beleive in Yourself
    • View Profile
এখন সময় এন্ড্রয়েডের! জাভা মোবাইলের দিন শেষ, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে, “ভালো” মানের এন্ড্রয়েড ফোনের দাম এখনো আকাশ ছোঁয়া। তাই অনেকেই আছেন যারা এখনো এন্ড্রয়েডের স্বাদ নিতে পারেননি। তবে বলে কি আরো ৫ / ৬ বছর অপেক্ষা করতে হবে?? মোটেও না, যদি আপনার পিসি হয়ে থাকে ভালো পারফরমেন্স এর পিসি তাহলে আজই এক্ষুণি মাত্র ২ মিনিটের মাধ্যমে আপনার পিসিতে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইন্সটল করে নিতে পারেন এবং বিভিন্ন এন্ড্রয়েড এপস চালাতে পারবেন।
এজন্য আপনার যা যা লাগবে:
 
- ২ গিগাবাইট র‌্যাম সহ কোর ২ ডুয়ো প্রসেসরের পিসি,
- ভার্চুয়াল বক্স সফটওয়্যার এবং
- এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ভার্চুয়াল ইমেজ।

 যাদের কাছে আগেই ওরাকল ভার্চূয়াল বক্স ইন্সটল করা রয়েছে তারা শুধুমাত্র এন্ড্রয়েড ইমেজটি ডাউনলোড করে নিন, আর যাদের কাছে নেই তাদের দুটোই ডাউনলোড করতে হবে।
ভার্চূয়াল বক্স ডাউনলোড (96 মেগা):

https://www.virtualbox.org/wiki/Downloads

এন্ড্রয়েড ৪ আইসক্রিম স্যান্ডউইচ (উইথ এক্সট্রা সস!! হাহাহাহা) ইমেজ (৯০ মেগা):

http://www.vmlite.com/index.php?option=com_content&view=article&id=68:android&catid=17:vmlitenewsrotator

ভার্চূয়াল বক্স প্রোগ্রামটি অন্যান্য প্রোগ্রামের মতোই ইন্সটল করুন। এবার এন্ড্রয়েড ইমেজটি ডাউনলোড করুন।

১। ইমেজটি রার ফরমেটে ডাউনলোড করে, যেকোনো কমপ্রেস সফটওয়্যার যেমন উইনরার দিয়ে ফাইলটি ডিকমপ্রেস করুন।
২। ফোল্ডারটি ওপেন করুন। এখানে দেখুন নীল রং এর Android-v4.exe আছে। এটায় ক্লিক করুন।
৩। এরপর অটোমেটিক ভার্চূয়াল বক্স চালু হবে এন্ড্রয়েড ইমেজটি নিয়ে। এখানে সবুজ বাটনের Start বাটনে ক্লিক করুন।
৪। স্টাট বাটনে ক্লিক করলে ভার্চূয়াল মেশিনটি চালু হবে এবং নিচের মতো পর্দা আসবে।
এখানে Android Startup from /dev/sda এই অপশনটি নির্বাচন করুন।

৫। কিছুক্ষণ অপেক্ষা করুন, এন্ড্রয়েড লোডিং স্ক্রিণ আসবে এবং বুটিং হবে।
৬। এরপর আপনার সামনে এন্ড্রয়েড হোম স্ক্রিণ আসবে লক অবস্থায়।
৭। এখন সহজ ভাবে লক বাটনটি ড্রাগ করুন, এন্ড্রয়েড ৪ হোমস্ক্রিণ আপনার সামনে!
তো হলে গেল! এবার পিসিতেই চালান এন্ড্রয়েডের এপপস!
Engr. Md. Zahirul Islam
Assistant Professor
Dept. of Electronics and Telecommunication Engineering
Faculty of Engineering
Daffodil International University