IT Help Desk > Android World

অ্যানড্রয়েডে DSLR ক্যামেরা

(1/1)

Zahir_ETE:
আমরা যারা অ্যানড্রয়েড ব্যাবহার করে থাকি, তারা মোবাইল দিয়েই বেশি ছবি তুলে থাকি। যারা একটু দামি মোবাইল ব্যাবহার করে তারা ক্যামেরাতে বেশি অপশন পেয়ে থাকে। যেমন- অটো ফোকাস, আইএসও, হোয়াইট ব্যালেন্স, মেটারিং ইত্যাদি। ছবির কোয়ালিটিও ভালো হয়। কিন্তু যারা একটু কম দামের মোবাইল ব্যাবহার করে তারা এতো অপশন পায় না।

তাঁদের জন্যই আমাদের আজকের এই পোষ্ট। আজ আমরা এমন একটি অ্যাপস নিয়ে এসেছি, যেটি ব্যাবহার করে আপনি যেকোনো মোবাইল থেকেই DSLR ক্যামেরার সকল অপশন পেয়ে যাবেন, অটো ফোকাস, আইএসও, হোয়াইট ব্যালেন্স, মেটারিং ইত্যাদি। এটি আপনি প্লে স্টোরে “DSLR Camera Pro” নামে পাবেন। আমাদের দেখা অ্যানড্রয়েডের সেরা ক্যামেরা অ্যাপস এটি।

http://androidnbd.com/Download/DSLR_Camera_Pro_v2.5.3.apk

R B Habib:
Thanks for reminding those people.

arefin:
Thank you.

Navigation

[0] Message Index

Go to full version