IT Help Desk > Android World
অ্যান্ডয়ড কিটক্যাট ৪.৪ এ নতুন কি আছে ?
(1/1)
Zahir_ETE:
অ্যান্ডয়ড ৪.৪ কিটক্যাট- গুগলের মতে যা “Beautiful & Immersive”
চলুন জেনে নেই এর উল্লেখযোগ্য কিছু ফিচার।
১- ফুল-স্ক্রিন অ্যাপ ব্যবহারের সুবিধা (Immersive Mode)
২- টাচস্ক্রিন ব্যবহারে উন্নতি আনা হয়েছে।
৩- মাল্টিটাস্কিং আরও উন্নত করা হয়েছে।
৪- ফাইল একসেস আরও সহজ করা হয়ছে।
৫- স্ক্রিন লক থাকা অবস্থায় ফুল-স্ক্রিন অ্যালবাম আর্ট যুক্ত করা হয়ছে।
৬- NFC আর্কিটেকচার পরিবর্তন করা হয়ছে।
৭- ভয়েস কন্টোলের মাধ্যমে ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন। (Ok Google)
৮- অজ্ঞাত নাম্বার থেকে ফোনে আসলে- বের করতে পারবেন তাঁর পরিচয়। (Smart Caller ID)
৯- টেক্সট ম্যাসেজ, এমএমএস, চ্যাট ও ভিডিও কল সমূহ একই স্থানে জায়গা দেয়া হয়েছে। (Hangouts)
১০। Google Cloud Print এর মাধ্যমে কম্পিউটারের সাহায্য ছাড়াই এখন প্রিন্ট করতে পারবেন।
পোস্ট ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে অনুপ্রাণিত করুন।
আপনাদের অনুপ্রেরণাই আমাদের শক্তি। ধন্যবাদ।
Navigation
[0] Message Index
Go to full version