Faculty of Science and Information Technology > Science and Information
নাসার রোবট যাবে বৃহস্পতির চাঁদে
(1/1)
shariful.islam:
বৃহস্পতির চাঁদ হিসেবে পরিচিত ইউরোপা উপগ্রহে একটি রোবট পাঠানোর উচ্চাভিলাষী পরিকল্পনা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। জ্যোতির্বিদদের ধারণা, ইউরোপায় পানি রয়েছে বলে প্রাণের অস্তিত্বও থাকতে পারে। ইউরোপায় অভিযান শুরুর লক্ষ্যে ২০১৫ সালের বাজেটে দেড় কোটি মার্কিন ডলার বরাদ্দের প্রস্তাব করেছে নাসা। অভিযান প্রসঙ্গে বিস্তারিত উল্লেখ না করে নাসার অর্থবিষয়ক প্রধান কর্মকর্তা এলিজাবেথ রবিনসন বলেন, অভিযানটি ২০২০-এর দশকের মধ্যভাগে শুরু হবে। বৃহস্পতির চারপাশে উচ্চমাত্রার তেজষ্ক্রিয়তা এবং পৃথিবী থেকে বিরাট দূরত্বের কারণে ওই অভিযান হবে অনেক কঠিন। নাসার মহাকাশযান গ্যালিলিও ১৯৮৯ সালে বৃহস্পতির উদ্দেশে যাত্রা করে সেখানে পৌঁছাতে ছয় বছর সময় নেয়।
Navigation
[0] Message Index
Go to full version