IT Help Desk > Telecom Forum

4G to launch Countrywide by 2015

(1/1)

arefin:


বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেছেন, আগামী অর্থবছরে  ফোর-জির লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার দুপুরে  মতিঝিল বিসিআইসি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৪ উপলক্ষে ‘সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্প সচিব মইনউদ্দিন আবদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিসিআইসির চেয়ারম্যান মুনসুর আলী শিকদার, অতিরিক্ত সচিব মোহাম্মাদ ফরহাদ উদ্দিন প্রমুখ।

সুনীল কান্তি বোস বলেন, দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। দেশে এখন ১০ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে। স্মার্ট ফোন ব্যবহারের সংখ্যা বাড়ছে। বহু অফিস এখন পেপার লেসের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, টেলিকম এখন কেবল সেবা খাতই নয়। এটি রাজস্ব আয়ের বড় খাতে পরিণত হয়েছে। বছরে এই খাত থেকে প্রায় ২ হাজার কোটি টাকা রাজস্ব আসলেও খরচ হয় মাত্র ৫০০ কোটি টাকা। তাই ডিজিটাল দেশ গড়তে মানুষকে আরো ইন্টারনেট সুবিধা দেয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান তিনি।

See more at: http://www.sheershanews.com/2014/03/20/29952#sthash.rh1FPxPy.dpuf

najnin:
আশা জাগানিয়া তথ্য!

Nusrat Nargis:
Will wait for 4G..............

Navigation

[0] Message Index

Go to full version