IT Help Desk > IT Forum
Why your PC is running slow?
(1/1)
arefin:
বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে কোনো পরিবারে কম্পিউটার না থাকাটা অনেকটা আষাঢ়ে গল্পের মতো। আমাদের দৈনন্দিন প্রায় সকল কাজের মধ্যে কম্পিউটারের ভূমিকা বিদ্যমান। কিন্তু সেই কম্পিউটারের কার্যক্রম যদি স্লো হয় তবে কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটার আশঙ্কা থাকে। তাই পিসি কেন স্লো হয় তা জেনে সে অনুসারে সতর্কতা অবলম্বন করা উচিত।
সে ধরনের কয়েকটি কারণ নিচে উল্লেখ করা হল :
১। পিসি স্লো হবার পেছনে সবচেয়ে বড় কারণ সঠিকভাবে ব্যবহার না করা ।
২। পিসি’র পারফরমেন্স অপারেটিং সিস্টেমের ওপরেও নির্ভরশীল।
৩। প্রয়োজনের বেশি সফটওয়্যার ইন্সটল করা ।
৪। একসঙ্গে দু’টি অ্যান্টিভাইরাস চালানো ইত্যাদি।
৫। ডেক্সটপে অনেক আইটেম থাকলে।
৬। রেজিস্ট্রি ত্রুটি এবং বিশৃঙ্খল অবস্থার কারণে।
৭। সম্প্রতি ফাইল বা সঞ্চিত ফাইলগুলো না ডিলিট করলে।
৮। অপ্রচলিত হার্ডওয়্যার ড্রাইভারের কারণে।
Courtesy: http://www.sheershanews.com/2014/02/06/24982#sthash.xGob2qyA.dpuf
Sonali_Rani:
How we can increase the speed of the PC?
Navigation
[0] Message Index
Go to full version