IT Help Desk > IT Forum
Webcam used by KMPlayer
(1/1)
Md. Mir Hossain:
আমরা অনেকই webcam ব্যাবহার করি, সেটা যদি KMPlayer দিয়ে ব্যাবহার করা যায়, তাহলে কেমন হয়। ওয়্ক্যোমটি ইউএসবি পোর্ট এ লাগানোর পর নিচের নিয়ম অনুসরন করুন।
প্রথমে আপনার কেএমপি প্লেয়ারটি ওপেন করুন তারপর কিবোর্ড থেকে Ctrl + w এক সাথে প্রেস করুন, দেখুন আপনার কাজ হয় কি না।
_________ Md. Mir Hossain
Daffodil Computers Ltd.
Navigation
[0] Message Index
Go to full version