রিকভার করুন দূর্ঘটনাবশত ডিলেট করা টেক্সট ম্যাসেজ

Author Topic: রিকভার করুন দূর্ঘটনাবশত ডিলেট করা টেক্সট ম্যাসেজ  (Read 1235 times)

Offline Zahir_ETE

  • Full Member
  • ***
  • Posts: 112
  • Always beleive in Yourself
    • View Profile
রিকভার করুন দূর্ঘটনাবশত ডিলেট করা টেক্সট ম্যাসেজ

যদি আপনি দুর্রঘটনাক্রমে আপনার কিছু টেক্সট ম্যাসেজ অথবা সবগুলো ডিলেট করে ফেলেন অস্থির হবেন না। অস্থির হওয়ারও কিছুই নেই। কারন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই দূর্ঘটনা সমাধানের দারুন এক ঔষধ। আপনি আপনার হারানো টেক্সট ম্যাসেজ ফিরে পাওয়ার সম্ভাবনা ৯৯%।

কিন্তু ১% যে অপূর্ণতা তা হল “সময়”, সময় এক্ষেত্রে চরম গুরুত্বপুর্ন। আপনি যদি আপনার এসএমএস ইনবক্স ডিলেট করে ফেলেন ভুলে আপনাকে তাড়াতাড়ি তা রিকভারের চেষ্টা করতে হবে।কারন রিকভার করা তখনই সম্ভব যখন তা মেমোরির যেখানে সেভ হয় সেখানে থাকবে।দেরী করলে নতুন আপডেট এর জন্য কিংবা অন্য কারনে আপনার ডিলেট করা ম্যাসেজ সেখান থেকেও বিলুপ্ত হতে পারে।তাইই আপনাকে যত দ্রুত সম্ভব রিকভারের চেষ্টা করতে হবে।

যেভাবে করবেন-

১- প্রথমেই Wondershare Dr. Fone for Android সফটওয়্যারটি কম্পিউটার এ ইন্সটল করে নিন।

২- ইউএসবি ক্যাবল দিয়ে আপনার অ্যান্ড্রয়েড কানেক্ট করুন পিসির সাথে। কানেক্ট করুন পিসিতে ইনস্টল করা রানিং রিকভার প্রোগ্রামটির সাথে।
৩- আপনার অ্যান্ড্রয়েডে USB Debugging ইনেবল করুন। এটি করার জন্য আপনার মেইন সেটিংসে ডেভেলপার অপশন এ অ্যাকসেস থাকতে হবে।যদি আপনার অ্যাক্সেস না থাকে তাহলে About Phone এ গিয়ে Build Number এ যান এবং ঘনঘন ট্যাপ করুন।এবার আপনি মেইন সেটিংসে ডেভেলপার অপশন অ্যাকসেস পেয়ে যাবেন।আর সেটা জাস্ট About Phone এর উপরেই।Developer Option এ যান এবং USB Debugging (অথবা Android Debugging আপনার ROM অনুসারে) বক্স চেক করুন।
৪- রিকভারি প্রোগ্রামের কার্যাবলী অনুসরণ করুন আপনার অ্যান্ড্রয়েড মেমোরি স্ক্যান অথবা অ্যানালাইজ করার জন্য।
৫- প্রসেসটি কম্পলিট হলে আপনার অ্যান্ড্রয়েডে স্টোর করা ডাটা ব্রাউজ এবং প্রিভিউ অ্যাকসেস পেয়ে যাবেন।এবার সেটা ডিলেট করা হোক আর না হোক সব একসাথে পেয়ে যাবেন। আর এটা ততক্ষণ পারবেন যতক্ষণ এটা আপনার ডিভাইস থেকে একেবারে মুছে না যায়। তাই অতি শীগ্রই রিকভার করার চেষ্টা করা প্রয়োজন।
৬- এবার আপনার কাংখিত ম্যাসেজ সিলেক্ট করে রিকভার করুন ডিভাইস অথবা আরো ভালভাবে সংগ্রহ করতে পিসিতে।

ডাউনলোড লিঙ্ক- http://www.wondershare.com/data-recovery/android-data-recovery.html
Engr. Md. Zahirul Islam
Assistant Professor
Dept. of Electronics and Telecommunication Engineering
Faculty of Engineering
Daffodil International University