IT Help Desk > Android World

অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি বুস্ট

(1/1)

Zahir_ETE:
অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি বুস্ট

১- ডার্ক ওয়ালপেপার অথবা ডার্ক থিম ব্যবহার করুন।
আপনার ডিভাইসটি যদি OLED ডিসপ্লে সমৃদ্ধ হয়- তবে- ডার্ক ওয়ালপেপার অথবা ডার্ক থিম আপনার ব্যাটারি অনেকাংশে সাশ্রয় করবে। যদিও LCD ডিসপ্লের ক্ষেত্রে ব্রাইট বা ডার্ক ফ্যাকটর না।

২- অ্যাডবি ফ্ল্যাশ প্লেয়ার On Demand এ সেট করুন।
অ্যাডবি ফ্ল্যাশ প্লেয়ার আপনার ডিভাইসের চার্জ শেষ হওয়ার পিছনে বিশাল আকারে দায়ী। তাই ব্রাউজারে ফ্ল্যাশ প্লেয়ারটি On demand সেটিং ব্যবহার করুন। আপনি ফ্ল্যাশ ডিজাবলও করে দিতে পারেন, যখন প্রয়োজন হবে এনাবল করে নিলেই হবে।

৩- ফোন ভাইব্রেসন অফ করুন।
Settings > Sound এ যেয়ে Vibrate when ringing এবং Vibrate on touch অপশন দুইটি অফ করে দিন।

৪- অটো অ্যাপ আপডেট অফ করে দিন।
Google Play Store এর সেটিংস্‌ থেকে “Do not auto-update apps” সেট করে দিন।

৫- ৩জি অফ করে দিন।
আপনি যদি ৩জি ইউজার না হয়ে থাকেন- সেক্ষেত্রে Settings » Wireless controls » Mobile networks » Use only 2G networks সেট করে দিতে পারেন।

৬- ডিসপ্লে উজ্জ্বলতা কমিয়ে দিন।
Settings » Sound & Display » Brightness থেকে উজ্জ্বলতা প্রয়োজনমত কমিয়ে নিন।

৭- ওয়ারলেস সেবা গুলো অফ করে রাখুন।
WiFi, Bluetooth, GPS, NFC কাজ শেষে অফ করে রাখুন।

najnin:
অত্যন্ত দরকারী পোস্ট আমার জন্যে, কারণ আমার এন্ড্রয়েডের ব্যাটারী চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়। এর জন্যে একটা apps ইন্সটল করেছি, সেই নিজেই অপ্রয়োজনীয় এপসগুলো অফ করে দেয়, বাট ফ্ল্যাশ মনে হয় অফ করে না।

আমি ম্যানুয়েলি কেবল শেষেরটা করি। আজ আর কতগুলো শিখলাম! ধন্যবাদ জহির সুন্দর এই পোস্টের জন্য।

omarsharif:
this process works best ..

Navigation

[0] Message Index

Go to full version