Entertainment & Discussions > Travel / Visit / Tour
যে হ্রদের পানির রং গোলাপি!
(1/1)
Mafruha Akter:
যে হ্রদের পানির রং গোলাপি!
বিডিলাইভ ডেস্ক: পানির কোনো রং নেই বটে, তবে হ্রদ, নদী বা সাগরের পানি নীল দেখায়। আবার কখনো হ্রদের পানির রং সবুজও মনে হয়। আশপাশে অনেক গাছপালা থাকলে তাদের রং পানিতে প্রতিফলিত হয়ে নদীর পানিও সবুজ লাগে কখনো কখনো।
অস্ট্রেলিয়ায় অবস্থিত একটি হ্রদের পানি গোলাপি, যার নামটাই পিংক লেক। পশ্চিম অস্ট্রেলিয়ার গোল্ডফিল্ডস-অ্যাসপেরান্স অঞ্চলে রয়েছে এই হ্রদ। এটি নোনা জলের হ্রদ।
নামটা পিংক লেক হলেও সবসময় কিন্তু এই হ্রদের পানি গোলাপি রঙের থাকে না। আসলে এক ধরনের শ্যাওলার কারণেই এমন রং দেখতে হ্রদের পানি। লেকের নিচে জন্মানো এই শ্যাওলার লাল রঞ্জকের কারণেই উপর থেকে পানির রং দেখায় গোলাপি।
যখন তাপমাত্রা অনেক বেশি থাকে, হ্রদের পানি সাগরের চেয়েও লবণাক্ত থাকে তখন পর্যাপ্ত সূর্যের আলোর উপস্থিতিতে এই লাল রঞ্জক তৈরি করে শ্যাওলাগুলো।
পিংক লেক ছাড়াও গোলাপি জলের এমন আরেকটা হ্রদ আছে। সেটা উত্তর-পশ্চিম আফ্রিকার সেনেগালের ক্যাপ ভেরট পেনিনসুলার উত্তরে অবস্থিত। সেই হ্রদটার নাম লেক রেটবা বা ল্যাক রোজ। এই হ্রদের পানিও শ্যাওলার কারণেই গোলাপি দেখায়। আর এখানে পানিতে লবণের পরিমাণ অনেক বেশি হওয়ায় মানুষ খুব সহজেই পানিতে ভেসে থাকতে পারে।
habib.cse:
fantastic information
Navigation
[0] Message Index
Go to full version