Faculties and Departments > Genetic & Biotechnology
চীনাবাদামের জীবনরহস্য উন্মোচন
(1/1)
rumman:
এ যেন হিড়িক চলছে জীবনরহস্য (জেনোম কোড) উন্মোচনের। ২০১০ সালে পাটের জীবনরহস্য উন্মোচনের মধ্য দিয়ে যে যাত্রায় অংশীদার বাংলাদেশও। মূলত পণ্যের পেটেন্ট-সংক্রান্ত অধিকার অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর হয়ে ওঠায় সব দেশই হুমড়ি খেয়ে পড়ছে নিজ নিজ দেশের উদ্ভিদ ও ফসলের জীবনরহস্য উন্মোচনে। এ তালিকায় নতুন করে যুক্ত হলো চীনাবাদামের নাম।
ইন্টারন্যাশনাল পিনাট জেনোম ইনিশিয়েটিভের একদল গবেষক চীনাবাদামের জীবনরহস্যের প্রাথমিক ধাপ উন্মোচন করেছেন। ভারতের হায়দরাবাদে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর সেমি এরিদ ট্রপিকসও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। অনেক দেশের সমন্বয়ে গঠিত এ গবেষণা প্রতিষ্ঠান বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন ফসলের জীবনরহস্য নিয়ে কাজ করে চলছে। জানা গেছে, নতুন এই জীবনরহস্য বীজ তৈরির প্রতিষ্ঠানগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে সহজেই প্রাকৃতিক পরিবর্তন সাপেক্ষে নতুন নতুন চীনাবাদামের জাত তৈরি করা সম্ভব হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
naser.te:
Good information.
smriti.te:
Informative post...
Navigation
[0] Message Index
Go to full version