Best GPU for android smartphone

Author Topic: Best GPU for android smartphone  (Read 1090 times)

Offline Md. Mahfuzul Islam

  • Newbie
  • *
  • Posts: 45
    • View Profile
Best GPU for android smartphone
« on: April 08, 2014, 01:15:29 PM »
আমরা অনেকেই Android device কেনার সময় শুধু দেখি Device টির RAM কত MB or GB, CPU কত কোরের এবং এর clock speed কত গিগাহার্জ। কিন্তু একটি Android device এর gaming performance শুধু এই দুটির উপর নির্ভর করে না। নির্ভর করে RAM, CPU & GPU (graphics processing unit) এই তিনটির উপর। আজ আমি বহুল ব্যবহৃত কিছু GPU নিয়ে কথা বলব।

Low class GPU:
1.Powervr sgx 531

2.Mali 400

3.VideoCore IV

4.Adreno 203/220

সব গুলোরই common feature:
Open GL ES: 2.0
DirectX        : N/A
Open VG      : 1.1
Open CL       : N/A
এছাড়াও আরো অনেক ফিচার আপনারা নেটে খুজলে পেয়ে যাবেন। তবে আমি আমার মতো করে সহজ ভাষায় বলছি।

Powervr sgx 531 GPU টি অনেক পুরানো এবং use ও কম। পুরানো হলেও এর  gaming performance পরের তিনটির তুলনায় ভালো। এটি প্রায় সব HD game support করে যেমন NFS Most Wanted. কিন্তু এর clock speed কম বলে অনেক গেম slow হয়। তবে এর Ultra version এর clock speed বেশি।

Mali 400 GPU টি এখন সব চেয়ে বেশি  ব্যবহৃত হচ্ছে। কম দাম হিসেবে এর gaming performance খুব ভালো এবং এর clock speed বেশি থাকে। বর্তমান সময়ের বেশির ভাগ গেম এতে খেলা গেলেও কিছু কিছু HD game এতে support করে না যেমন এটি NFS Most Wanted এর graphics support করে না। তবে মন খারাপ করার কিছু নেই কারন NFS Most Wanted support না করলেও Asphalt 8 airborne ঠিকই support করে। সর্বোপরি কম দামের মোবাইল এর জন্য এর চাইতে ভালো GPU হয় না।

VideoCore IV  GPU টির gaming & video encoding performance Mali 400 GPU এর থেকে কিছুটা কম যেমন  Mali 400 যদি ১০০ পায় এটা পাবে ৯০। যেসব গেম  Mali 400 তে  support করে না সেগুলো এটাতেও  support করে না।

Adreno 203/220 GPU এর কথা মনে পড়লে রাগ লাগে। কারন এটি তেমন কোনো HD game support করে না। অনেক সাধারন গেমও এটাতে চলে না যেমনঃ The Island castaway.

Middle class GPU:
1.Powervr sgx 544

Open GL ES: 2.0
DirectX        : 9.0 L3
Open VG      : 1.1
Open CL       : 1.1
2.Mali 450

Open GL ES: 2.0
DirectX        : N/A
Open VG      : 1.1
Open CL       : N/A
বর্তমানে প্রায় সব ভালো Android device গুলোতে Powervr sgx 544 GPU টি ব্যবহৃত হচ্ছে। কারন এই পর্যন্ত বের হওয়া সব রকমের গেম এই GPU টি support করে। যদি গেম খেলার জন্য Android device কেনেন তবে কমপক্ষে এই GPU use করে এমন একটি device কিনুন।

কিছু কিছু Android device এ octa core processor এর সাথে Mali 450 GPU টি ব্যবহৃত হচ্ছে। এই  GPU টির  performance Mali 400 এর দিগুন হলেও এটি সব গেম  support করে না। তাই শুধু Octa core(৮ কোর) বা Hexa core( ১৬কোর) প্রসেসর দেখেই Android device কেনা উচিৎ নয়।

High class GPU:
1.Powervr G6200

Open GL ES: 3.1
Open GL       : 3.2
DirectX        : 10.0
Open VG      : 1.1
Open CL       : 1.2
2.Mali T604

Open GL ES: 3.0
Open GL       : N/A
DirectX        : 11.0
Open VG      : 1.1
Open CL       : 1.1
3. Adreno 320/330

Open GL ES: 3.0
Open GL       : N/A
DirectX        : 9.0c
Open VG      : 1.1
Open CL       : 1.2
আপনি এই class এর যেটাই কেনেন super performance পাবেন। এছাড়াও extreme level এর কিছু GPU আছে, সেগুলো নিয়া বলার কিছু নেই। আপনার Android Device এর CPU & GPU সমন্ধে জানতে "CPU z" software টি install করতে পারেন।