Entertainment & Discussions > Fashion

শিশুর সাধারন সর্দিকাশিতে যা করণীয়

(1/1)

taslima:
(১) শিশুকে বার বার অল্প অল্প করে স্বাভাবিক নরম খাবার দিতে হবে।
(২) পানীয় খাবার বেশি দিতে হবে।
(৩) বার বার বুকের দুধ দিতে হবে।
(৪) নাক বন্ধ থাকলে পরিষ্কার করে দিতে হবে।
(৫) কাশির জন্য গরম পানি খাওয়াতে হবে, সেইসাথে মধু, লেবুর রস, তুলসি পাতার রস দিলে ভাল উপকার পাওয়া যায়।
(৬) জ্বর হলে (১০০ ডিগ্রি ফারেনহাইট এর উপর) সিরাপ প্যারাসিটামল ৬০ মিলিগ্রাম প্রতি কেজি ওজনের জন্য প্রতিদিন ৩ বার খাওয়ার পর দিতে হবে।
(৭) শ্বাস-প্রশ্বাস দ্রুত হলে রোগীর অবস্থা অনুসারে অ্যান্টিবায়োটিক সিরাপ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে। পাশাপাশি খাবার দিতে হবে ঘন ঘন। পানি ও বুকের দুধ সঠিক পরিমাণে দিতে হবে।

masudur:
দরকারি তথ্য।

Abdus Sattar:
ভালো এবং দরকারি তথ্য।

enamul17:
Informative post!

Navigation

[0] Message Index

Go to full version