Health Tips > Eyes
অন্ধত্ব রোধে চোখের নতুন স্তর আবিষ্কার
(1/1)
taslima:
চোখের নতুন স্তর খুঁজে পেয়েছেন ভারতের এক বিজ্ঞানী। এটি চোখের কর্নিয়ার এমন একটি স্তর যার সাহায্যে গ্লুকোমার থেকে হওয়া অন্ধত্ব রোধ করা যাবে।
জি নিউজ জানায়, ব্রিটেনের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে ভারতীয় চিকিত্সক ও বিজ্ঞানী হরমিন্দর দুয়া এটি আবিষ্কার করেন।
১৫ মাইক্রোন মোটা ও যথেষ্ট শক্ত এই স্তর গ্লুকোমায় আক্রান্ত হলে চোখ থেকে ফ্লুইড ক্ষরণ রুখতে বিশেষ ভূমিকা পালন করে।
অপথালমোলজির ওপর হরমিন্দর দুয়ার এ আবিষ্কার ব্রিটিশ জার্নালে প্রকাশিত হয়েছে।
চোখের এ নতুন স্তরের নাম দেওয়া হয়েছে 'দুয়া'স লেয়ার'। কোলাজেনের পাতলা প্লেট দিয়ে গঠিত এই স্তর কর্নিয়ার পিছনে কর্নিয়াল স্ট্রোমা ও ডিসিমেট’স মেমব্রেনের মাঝে থাকে।
দুয়া বলেন, “এটি একটি বড় ধরনের আবিষ্কার। অপথালমোলজির পাঠ্য বই এখন নতুন করে লেখার সময় এসেছে। এমন অনেক অসুখ রয়েছে যা কর্নিয়ার পিছনের অংশের ক্ষতি সাধন করে। সারা বিশ্বে এই অসুখে প্রচুর মানুষ আক্রান্ত হন।"
এই আবিষ্কারের আগে বিজ্ঞানীদের ধারণা ছিল, পাঁচটি স্তর দিয়ে গঠিতকর্নিয়া-কর্নিয়াল এপিথিলিয়াম, বওমান`স লেয়ার, কর্নিয়াল স্ট্রোমা, ডেসিমেট`সমেমব্রেন ও কর্নিয়াল এন্ডোথিলিয়াম।
Nusrat Nargis:
nice post.
Reza S. H.:
can this be used while doing laser or ruby laser operations?
Navigation
[0] Message Index
Go to full version