Faculty of Allied Health Sciences > Public Health

দুধে কমে হাঁটুতে বাতের ব্যথা

(1/1)

rumman:
গেঁটেবাতের যন্ত্রণায় নারীরাই সাধারণত বেশি ভোগে। কিন্তু কেন, সেই প্রশ্নের জবাব মেলেনি আজও। কেনর জবাব না মিললেও উপশমের উপায় বাতলেছেন বিজ্ঞানীরা। উপায়টি অবশ্য হাঁটুর ব্যথার ক্ষেত্রে প্রযোজ্য এবং শুধুই নারীদের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রে অবস্থিত ব্রিগহ্যাম অ্যান্ড ওমেন’স হসপিটালের বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন দুধ পান করলে কমতে পারে হাঁটুর বাতজনিত ব্যথা। হাঁটুর বাতজনিত সমস্যায় হাড়জোড়ার (অস্থিসন্ধি) মাঝখানে থাকা তরুণাস্থির পরিমাণ কমে যায়। ফলে জোড়ার মধ্যকার শূন্যস্থান বেড়ে গিয়ে ব্যথা সৃষ্টি করে। বিজ্ঞানীরা দেখেছেন, বাতে আক্রান্ত যেসব নারী নিয়মিত দুধ পান করে, তাদের হাঁটুর হাড়জোড়ার মধ্যকার শূন্যস্থানের পরিমাণ কমে যায়।
আর্থ্রাইটিস কেয়ার অ্যান্ড রিসার্চ সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়, হাঁটুর বাতে আক্রান্ত ৮৮৮ জন পুরুষ এবং এক হাজার ২৬০ জন নারীকে চার বছর ধরে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়। এতে দেখা যায়, যেসব নারী সপ্তাহে তিন থেকে সাত গ্লাস বা তার চেয়ে বেশি দুধ পান করেছে, তাদের হাঁটুর অস্থিসন্ধির মধ্যকার শূন্যস্থান একেবারে দুধ পান না করা নারীদের তুলনায় অনেক কমেছে। তবে পুরুষের বেলায় এ অবস্থার খুব একটা হেরফের হয়নি। নারী-পুরুষের মধ্যে এমন পার্থক্যের কারণ অবশ্য জানাতে পারেননি বিশেষজ্ঞরা। সূত্র : ডেইলি মেইল।

irina:
Thanks for your reminder.

taslima:
very helpful post

Navigation

[0] Message Index

Go to full version