Faculty of Allied Health Sciences > Public Health
বাংলাদেশে ক্যান্সার আক্রান্তরা বিনা খরচে চেক-আপ করার ও পরামর্শ নেয়ার সুযোগ পাবেন
(1/1)
Jeta Majumder:
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বুধবার রাজধানীতে এই সেবা দেওয়া শুরু করেছে মডার্ন ক্যান্সার হসপিটাল গোয়াংজু। হসপিটালের ঢাকা কেন্দ্র- গুলশান ১ এর ৯সি, নাভানা টাওয়ারে আগামী সাতদিন এই সেবা দেওয়া হবে।
সেবা নিতে আগ্রহীদের ০১৭৭৫-১০৫৫৫৫ ও ০১৭৭৫-১০৬৬৬৬ নম্বরে ফোন করে নাম নিবন্ধন করতে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মডার্ন ক্যান্সার হসপিটাল গোয়াংজু চীন সরকারের পরিচালনায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল।
হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনা চিকিৎসকরা সাতটি দলে ভাগ হয়ে ইতিমধ্যেই বেশ কয়েকজন ক্যান্সার আক্রান্ত রোগী দেখেছেন এবং তাদের পরবর্তী চিকিৎসা পদ্ধতিসহ ক্যান্সার নিয়ে কীভাবে জীবন-যাপন করতে হবে সেবিষয়ে পরামর্শ দিয়েছেন।
Jeta Majumder
Lecturer
Department of Business Administration
Faculty of Business and Economics
Navigation
[0] Message Index
Go to full version