Health Tips > Health Tips
Anger increases the risk of heart disease
(1/1)
mustafiz:
ঘন ঘন রেগে যাওয়া মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা।
হৃদবিজ্ঞান বিষয়ক পত্রিকা ‘ইউরোপিয়ান হার্ট জার্নালে’ প্রকাশিত এক নিবন্ধে ‘দ্য হার্ভার্ড স্কুল অব পাবলিক হেল্থ’ এর একদল গবেষক জানিয়েছেন, চরম মাত্রায় ক্ষিপ্ত হওয়ার পরবর্তী দুই ঘণ্টা কোন ব্যক্তির জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
বছরে জার্নালটির ২৪টি প্রকাশনা ছাপা হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রেস থেকে।
নিবন্ধে বলা হয়েছে, হাজারখানেক মানুষের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে স্বভাবিকের তুলনায় রাগ করার পর হৃদরোগে আক্রান্তের ঝুঁকি থাকে অন্তত পাঁচগুণ বেশি, আর ট্রোক হওয়ার ঝুঁকি থাকে তিন গুণ।
এ সিদ্ধান্তে তারা পৌঁছেছেন ৯ বার গবেষণার পর।
তবে, রাগের সঙ্গে হৃদরোগের এই সংযোগ নিয়ে আরো পর্যবেক্ষণ ও গবেষণার প্রয়োজন বলেও মনে করছেন তারা। শুধুমাত্র রাগই যে এই রোগের একমাত্র কারণ তা প্রতিষ্ঠিতভাবে বলা যায়না।
অনিয়মিত জীবন-যাপন, অতিরিক্ত কাজের চাপ, পারিবারিক অশান্তি, অসচেতনতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসসহ বিভিন্ন কারণ জড়িয়ে আছে হৃদরোগসহ শারীরিক অসুস্থতার পেছনে। যা বরাবরই বলে আসছেন স্বাস্থ্য গবেষকরা।
Navigation
[0] Message Index
Go to full version