IT Help Desk > IT Forum

আপনার এ্যানড্রইডের পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন

(1/1)

masud895:
বর্তমানে প্রায় সবাই এ্যান্ড্রয়েড ফোনটি নিরাপদ রাখার জন্য পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ইউস করি। অনেক সময় আমরা পাসওয়ার্ড টা ভুলে যাই, ফোনটিকে পুনরুদ্ধার করার জন্য ফ্ল্যাশ বা পুনরায় অপারেটিং সেটআপ দিতে হয় ।
কিন্তু, আপনি ইচ্ছা করলে নিজে থেকেই কাজটি করতে পারেন-
১. ফোনটি অফ করে নিন,
২. এরপর ভলিউমের বাটন দুটি চেপে ধরুন,
৩. পাওয়ার বাটনটি চেপে ধরে রাখুন, যতক্ষণ না পর্যন্ত ফোনটি চালু হয়,
৪. এরপর দেখবেন চারটি অপশন আসবে,
৫. রিসেট ফ্যাক্টরি সেটিংস্-এ চাপুন ।
(এটি করার জন্য ভলিউমের এবং পাওয়ার বাটনটি ইউস করুন)
৪. এরপর কিছুক্ষন অপেক্ষা করতে হবে, ফোনটি রিস্টার্ট হওয়া পর্যন্ত ।

Navigation

[0] Message Index

Go to full version