পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের জ্যাক স্প্যারোখ্যাত জনি ডেপের প্রচণ্ড সাহস থাকলেও অন্তত একটি জায়গায় যে তিনি ভিতুর ডিম, তা তিনি নিজেই স্বীকার করেছেন। জনি জানিয়েছেন, ইন্টারনেটে গুগলে সার্চ করতে বিষম ভয় পান তিনি। জনি ডেপ বলেন, ‘আমি মোটেও প্রযুক্তিপ্রেমী নই, আর গুগলে নিজেকে একেবারেই সার্চ করি না।’
৫০ বছর বয়সী জনি ডেপ বলেন, তিনি ইন্টারনেট থেকে দূরে থাকেন। কারণ তিনি ভয় পান যে ইন্টারনেট সার্চ দিলেই হয়তো নিজের সম্পর্কে ইন্টারনেটে ছড়িয়ে থাকা গুজব নজরে চলে আসবে আর নিজের খারাপ লাগবে তা দেখে। এক খবরে জানিয়েছে আইএএনএস।
নিজেকে কখনো গুগলে সার্চ দেবেন না বলেও জানান তিনি। জনি ডেপ বলেন, ‘এখনো আমি নিজেকে গুগলে সার্চ দিই না, কখনো দিতেও চাই না। আমি ইন্টারনেটে নিজেকে সার্চ দিতে ভয় পাই। কারণ আমাকে নিয়ে লেখা ভয়ংকর কোনো লেখায় চোখ পড়ে যেতে পারে।’ অবশ্য ডেপের ১৪ ও ১১ বছর বয়সী সন্তানেরা ইন্টারনেট ব্যবহার করে।
ডেপ বলেন, ‘ছেলেমেয়েদের সঙ্গে যখনই ইন্টারনেটে বসি, তখনই তাঁদের সামনে আমাকে নিয়ে অনেক অস্বস্তিকর লেখা দেখতে পাই। আমার কাছে খুব খারাপ লাগে।’
তিনি বলেন, এর আগে আমার ছেলেমেয়েরা তাদের কম্পিউটার কাজের জন্য আমাকে ডাকত। কিন্তু এখন আর ডাকে না। শেষবার যখন আমার সাহায্য লাগবে কি না—তা তাদের জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছিল এসব বিষয় থেকে দূরে গিয়ে গিটার বাজাতে।’
জনি ডেপ অবশ্য একটি আইফোন ব্যবহার করেন। এই আইফোনে তাঁর প্রিয় অ্যাপ্লিকেশনের নামটিও তিনি মনে রাখতে পারেননি। তাঁকে প্রিয় অ্যাপ্লিকেশনের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমি নাম ভুলে গেছি। এটি সম্ভবত ছবি স্বয়ংক্রিয়ভাবে রিটাচ করার অ্যাপ্লিকেশন।’
আপনারা কী ধরতে পেরেছেন জনি ডেপ কোন অ্যাপ্লিকেশনের কথা বলেছেন? জনি ডেপ বলেছেন ইনস্টাগ্রামের কথা।