Science & Information Technology > Science Discussion Forum

সিলিকন চিপের বদলে প্লাস্টিক!

(1/1)

maruppharm:
কম দামি কম্পিউটার, মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্র তৈরি করতে গবেষকেরা নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। এই পদ্ধতিতে সিলিকন চিপের পরিবর্তে নমনীয় প্লাস্টিক ব্যবহার করবেন তাঁরা। যুক্তরাষ্ট্রের গবেষকেরা দাবি করেছেন, নমনীয় প্লাস্টিক চিপ তৈরির দ্বারপ্রান্তে তাঁরা। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।
আইওয়া ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নমনীয় প্লাস্টিক চিপ তৈরিতে প্রধান বাধাগুলো দূর করার জন্য নতুন একটি পদ্ধতি তৈরি করেছেন।
গবেষকেরা জানিয়েছেন, তাঁরা চৌম্বকশক্তিকে কাজে লাগিয়ে নমনীয় প্লাস্টিক চিপ তৈরিতে কাজ করছেন। এই চিপ যথেষ্ট শক্তি-সাশ্রয়ী হবে এবং কম খরচের স্টোরেজ যন্ত্র তৈরি করা যাবে।

Navigation

[0] Message Index

Go to full version