Science & Information Technology > Science Discussion Forum
অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দূর থেকে ডেস্কটপের নিয়ন্ত্রণ
(1/1)
maruppharm:
গুগল সম্প্রতি ক্রোম রিমোট ডেস্কটপ নামের একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে, যা অ্যান্ড্রয়েড পণ্য ব্যবহারকারীদের দূর থেকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে কম্পিউটার চালানোর সুবিধা করে দেবে।
গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর ‘প্লে স্টোর’ থেকে ক্রোম রিমোট ডেস্কটপ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে এবং গুগল আইডি দিয়ে লগইন করলে দূর থেকে ডেস্কটপ চালানো যাবে। অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ডেস্কটপের নিয়ন্ত্রণ নিতে একটি পিন নম্বর দিতে হবে। ডেস্কটপে রিমোট অ্যাকসেস সেট করতে হলে এই পিন নম্বর দিতে হবে।
দূর থেকে অ্যান্ড্রয়েডচালিত পণ্য থেকে ডেস্কটপ চালাতে ডেস্কটপটি অবশ্যই চালু থাকতে হবে এবং ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে।
গুগল জানিয়েছে, ম্যাক, উইন্ডোজ, গুগল ওএস কিংবা লিনাক্সচালিত ডেস্কটপে এই অ্যাপটি কাজ করবে।
চলতি বছরেই দূর থেকে ডেস্কটপ নিয়ন্ত্রণের জন্য আইওএস অ্যাপ উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল।
Navigation
[0] Message Index
Go to full version