IT Help Desk > Android World
গুগল আনছে মডুলার স্মার্টফোন
(1/1)
Zahir_ETE:
২০১৫ সালে গুগল আনতে যাচ্ছে মডুলার স্মার্টফোন। পার্সোনাল কম্পিউটার(পিসি) তে যেভাবে আমরা বাজেট অনুযায়ী ইচ্ছামতো বিভিন্ন পার্টস চয়েজ করতে পারি, এবং পরবর্তীতে প্রয়োজনে যে কোন পার্টস আপগ্রেড করতে পারি, মডুলার স্মার্টফোন আপনি সেভাবেই ইউস করতে পারেন।
ধরুন আপনার ফোনে র্যাম কম, এখন শুধু র্যাম বাড়ানোর জন্য আপনাকে সম্পূর্ণ নতুন একটি ফোন কিনতে হয়। মডুলার ফোন আপনার এই সমস্যা দূর করে দিবে। মডুলার ফোনে আপনি চাইলে শুধু র্যামটি রিপ্লেস করতে পারবেন, সম্পূর্ণ নতুন ফোন কিনার প্রয়োজন নেই।
এভাবে আপনি আপনার মোবাইল এর সবকিছুই ধরে ধরে- ক্যামেরা, র্যাম, ইন্টারনাল মেমোরি, সিপিইউ, ডিসপ্লে, ব্যাটারি বা ৩জি/৪জি যেটা আপনার দরকার শুধু সেটাই আপডেট করতে পারবেন।
Navigation
[0] Message Index
Go to full version