IT Help Desk > IT Forum
স্মার্ট ফোন এয়ারপ্লেন মোড এর ফিচার
(1/1)
Md. Mahfuzul Islam:
স্মার্ট ফোন এর আমরা অনেকেই হয়তো এয়ার প্লেন মোড অপশন্সটি দেখেছি। কিন্তু এটির ব্যাবহার সম্পর্কে আমরা অনেকেরি জানা নেই। এয়ারপ্লেন মোড ফিচারটি স্মার্ট ফোন এর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এয়ারপ্লেন মোড ফিচারটি অন করে আপনার ফোনটি চার্জ দিলে অনেক দ্রুত সেটি সম্পন্ন হয়ে থাকে। আমরা সাধারণত, ফোন অন করেই চার্জ দিয়ে থাকি কিন্তু অনেক্ষত্রে তাড়াহুড়োর কারনে আমরা চেষ্টা করলেও দ্রুততার সাথে ফোনটি চার্জ করতে পারি না। সে ক্ষেত্রে এয়ারপ্লেন মোড ফিচারটি অন করে দ্রুততার সাথে ফোনটি চার্জ করে নিতে পারবেন। এয়ারপ্লেন মোড চালু করলে আপনার ফোনটিতে হয়তো নেটওয়ার্ক থাকবে অথবা কোন কল আসবে না কিন্তু, আপনি ইচ্ছা করলে এয়ারপ্লেন মোড চালু থাকা অবস্থাতে ওয়াইফাই ব্যাবহার করতে পারবেন।
Navigation
[0] Message Index
Go to full version