IT Help Desk > News and Product Information
টয়লেট ফ্লাশে বিদ্যুৎ
(1/1)
rumman:
যেকোনো উপায়ে বিদ্যুৎ দরকার। তা সূর্য থেকেই হোক কিংবা গাছের পাতা। আধুনিক জীবনে বিদ্যুৎ ছাড়া চলে না এক মুহূর্তও। এই অপরিহার্যতা মেটাতে বিজ্ঞানীরা এবার মনোযোগ দিয়েছেন টয়লেটে। তাঁরা এমন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন, যাতে বিদ্যুৎ উৎপাদিত হবে টয়লেটের ফ্লাশকে কাজে লাগিয়ে।
দক্ষিণ কোরিয়ার সিউল বিশ্ববিদ্যালয় এবং কোরিয়ান ইলেকট্রনিকস টেকনোলজি ইনস্টিটিউট এমন এক ধরনের কনভার্টার (শক্তিকে পরিবর্তন করতে পারে এমন যন্ত্র) উদ্ভাবন করেছেন, যা টয়লেটের ফ্ল্যাশের যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। উদ্ভাবকরা জানিয়েছেন, পানির মধ্যে ডাই-ইলেকট্রিক উপাদান ব্যবহার করে এই বিদ্যুৎ তৈরি করা সম্ভব। এ প্রক্রিয়ায় ৩০ মাইক্রোলিটার পানি থেকে একটি সবুজ লিড বাতি জ্বালানোর বিদ্যুৎ পাওয়া যায়।
জনপ্রিয় সায়েন্স ম্যাগাজিন কেমিস্ট্রি ওয়ার্ল্ড-এ প্রকাশিত তাক লাগানো এ প্রকল্পের নানা দিক তুলে ধরেন গবেষকদলের প্রধান ইয়ুন স্যাঙ কিম। তিনি জানান, কোনো ডাই-ইলেকট্রিক উপাদান যখন পানির সঙ্গে বিক্রিয়া করে তখন ইলেকট্রনের একটি দ্বিমুখী স্তর তৈরি হয়। এই দ্বিমুখী ইলেকট্রনগুলো আবেশ প্রক্রিয়ায় আধান সৃষ্টি করে, যা থেকে বিদ্যুৎ পাওয়া যায়। তিনি আরো জানান, এই প্রক্রিয়ায় বৃষ্টিপাতকে কাজে লাগিয়েও বিদ্যুৎ বানানো যেতে পারে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
taslima:
nice information
Navigation
[0] Message Index
Go to full version